১২ বছর পর একসাথে প্রসেনজিৎ-অর্পিতা
গত এক যুগ ধরে পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাদের। তাদের পর্দায় ফের একসঙ্গে দেখতে মুখিয়ে ছিলেন দর্শক। অবশেষ মুক্তি পেল প্রসেনজিৎ-অর্পিতার নতুন ছবি ফোর্স।
এসেল গ্রুপ প্রযোজিত ও রাজা চন্দ পরিচালিত ছবিতে দেখা যাবে, পুলিশ অফিসার অর্জুন (প্রসেনজিৎ) ও তার ছেলে অভিমন্যুর গল্পো। জন্ম থেকেই মাতৃহারা অভিমন্যু অটিস্টিক। ছবিতে অর্পিতা অভিনীত চরিত্রের নাম লাবন্য। অভিমন্যুর চরিত্রে অভিনয় করেছে আর্য দাশগুপ্ত। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জয়জিত্ ব্যানার্জি। সপ্তর্ষি মুখার্জির মিউজিকে গান গেয়েছেন উষা উত্থুপ, সোনু নিগম। ছবির গান টেক ইট ইজি এর মধ্যেই হিট।
বারো বছর আগে ২০০২ সালে দেবা ছবিতে শেষবারের মতো পর্দায় একসঙ্গে দেখা গিয়েছিল প্রসেনজিৎ-অর্পিতা জুটিকে। বিয়ের পর অভিনয় জগত্ থেকে নিজেকে সরিয়ে নেন অর্পিতা।