টাইগারদের সম্ভাব্য একাদশ
দাপটের সঙ্গেই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। তাই এবার জিম্বাবুয়েকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশের লজ্জা দেয়ার হাতছানি বাংলাদেশের সামনে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ বেলা ১টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশে আসার আগে ঘরের মাঠে আফগানিস্তানের কাছেও সিরিজ হারা জিম্বাবুয়ে আছে আত্মবিশ্বাসের একেবারেই তলানিতে। তবে কি শেষ ওয়ানডেতে বাংলাদেশ দলে সুযোগ পাবেন প্রথম দুই ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসে থাকা এনামুল হক বিজয়, জুবায়ের হোসেন আর অভিষেকের অপেক্ষায় থাকা কামরুল ইসলাম রাব্বি?
তবে কোচ হাতুরুসিংহের ইচ্ছাতেই মাশরাফিসহ পূর্ণশক্তির দল নিয়েই হোয়াইটওয়াশের মিশনে নামবে বাংলাদেশ। মূল কারণটা অবশ্যই রেটিং পয়েন্টের হিসাব-নিকাশ। আজ জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলেও মাত্র ১ রেটিং পয়েন্ট বাড়বে বাংলাদেশের। অন্যদিকে আজ হেরে গেলেই খোয়াতে হবে ২ রেটিং পয়েন্ট। সেই ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মাশরাফি মুর্তজা, তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস/এনামুল হক বিজয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানী আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান
এমআর/আরআইপি