এক কোটির রেকর্ডে ইউটিউবার পিউডাইপাই (ভিডিও)
জনপ্রিয় ইউটিউবার পিউডিপাই গড়েছেন এক অনন্য রেকর্ড। প্রথমবারের মতো ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে ১ কোটি ভিউ এর রেকর্ড গড়েন এই কমেডিয়ান। অনলাইন জগতে ‘পিউডাইপাই’ নামে পরিচিত এই ইউটিবারের আসল নাম ফিলিক্স কিয়েলসবার্গ।
কিয়েলবার্গ ইউটিউবে তার চ্যানেলটি তৈরি করেন ২০০৯ সালে। এরপর তার এই চ্যানেল থেকেই বিভিন্নভাবে হাস্যরস ও কৌতুকে ভরপুর ভিডিও আপলোড করা হয়। সম্প্রতি তার চ্যানেলটির সাবস্ক্রাইবার ৩ কোটি ছাড়িয়েছে বলে জানায় ইয়াহু নিউজ।
২০১২ সালের ডিসেম্বরে অনলাইন ভিডিও কনটেন্ট নির্মাতা ‘মেকার স্টুডিওস’র সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। বর্তমানে ‘মেকার স্টুডিওস’ ডিজনির মালিকানাধীন।
সম্প্রতি তিনি তার রেকর্ডে সহায়তা করবার জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়ে নতুন একটি ভিডিও শেয়ার করেছেন। সেটিও দারুণ সাড়া পেয়েছে।
কিয়েলসবার্গ শুধু একজন কমেডিয়ানই নন; পাশাপাশি একজন সমাজ সেবকও। জানা যায় ২০১৪ সালে ‘সেভ দ্য চিলড্রেন’ প্রজেক্টের জন্যে ৬ লাখ ৩০ হাজার ডলারের তহবিল সংগ্রহ করে দেন। আর সেটি তিনি করেছিলেন এই ইউটিউব চ্যানেলে প্রচারণা চালিয়েই!
দেখুন কিয়েলসবার্গের ধন্যবাদ ভিডিওটি
আরএএইচ/আরআইপি