৩শ মিলিয়ন ছাড়িয়ে স্পেকটার!


প্রকাশিত: ১১:০৮ এএম, ১০ নভেম্বর ২০১৫

বক্স অফিসে ঝড় তুলেছে জেমস বন্ড সিরিজের শেষ ছবি ‘স্পেকটার’। বন্ড তারকা ডেনিয়েল ক্র্যাগ অভিনীত এটাই হবে সর্বশেষ বন্ড সিরিজ। তাই ছবিটি নিয়ে ভক্তদের উচ্ছ্বাসের সীমা নেই।

বিশ্বজুড়ে এ পর্যন্ত ৭৩টি পেক্ষাগৃহে চলছে স্পেকটার শো। জেমস বন্ড সিরিজের ২৪তম এ ছবিটি ইতোমধ্যে আয় করেছে ৩শ মিলিয়ন ডলার! এই সাফল্যে চমকে গেছেন খোদ ছবিটির পরিচালক ও প্রযোজকগণ। তারা এই সাফল্যের স্বীকৃতি দেন বিশ্বজুড়ে অগনিত বন্ড ভক্তদের।

ছবিটি যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক ছুটির দিনে আয় করে প্রায় ৭৩ মিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে আয়ের ধারা এভাবে চলতে খুব শিগগির অতীতে চলচ্চিত্রের আয়ের সব রেকর্ড ভেঙ্গে দিবে স্পেকটার।

উল্লেখ্য, ছবিটি ইংল্যান্ড-আমেরিকার পাশাপাশি বাংলাদেশ, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, কোরিয়া ও চায়নাসহ মোট ৭২টি দেশে একযোগে প্রদর্শিত হচ্ছে।

আরএএইচ/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।