মুক্তি পাচ্ছে প্রয়াত অভিনেত্রী লরেনের স্বল্পদৈর্ঘ্য সিনেমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৯ পিএম, ২৬ নভেম্বর ২০২০

নতুন প্রজন্মের মডেল ও অভিনেত্রী লরেন মেন্ডেস আত্মহত্যা করেছেন। বাবা-মায়ের উপর অভিমান করে গত ৩০ আগস্ট নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এই তরুণী। তার অকাল মৃত্যু শোবিজ অঙ্গনে বিষাদের ছায়া ফেলেছিলো।

সেই লরেন কাজ করেছিলেন একটি শর্ট ফিল্মে। সেটি এবার মুক্তি পাচ্ছে তাকে উৎসর্গ করেই।

মুহতাসিম তকির পরিচালিত এ শর্টফিল্মটির নাম ‘গল্পটা এমনই ভালো’। এর রচনা ও চিত্রনাট্য করেছেন জাহিদ প্রীতম।

কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্ট, বৃক্ষ ফিল্মস ও ভি ক্রিয়েশনের ব্যানারে নির্মিত শর্টফিল্মটিতে লরেন মেন্ডেস ছাড়াও অভিনয় করেছেন ইমরান সওদাগর, আদনান চৌধুরী, সালাম খান ও রাফি। জাহিদ হোসাইনের চিত্রগ্রহণে এর সম্পাদনা করেছেন অর্ণব হাসনাত। শর্টফিল্মটির প্রযোজনা করেছেন টি এইচ তন্ময়, রাব্বি রাজ ও সুলতানুজ্জামান।

‘গল্পটা এমনই ভালো’ প্রসঙ্গে নির্মাতা মুহতাসিম তকি বলেন, ‘আসলে লরেন মেন্ডেসের আকস্মিক মৃত্যু আমাদের থমকে দিয়েছিল। এই কাজের স্মৃতিটা মনে জ্বলজ্বল করছিল। লরেন কাজটা নিয়ে দারুন উৎসাহী ছিল। আজ কাজটি মুক্তি পাচ্ছে। লরেন যেখানে থাকুক, ভালো থাকুক।’

ক্রিসমাসকে সামনে রেখে আসছে ৪ ডিসেম্বর ‘গল্পটা এমনই ভালো’ বৃক্ষ ফিল্মস এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে। এর আগে মুক্তি পাচ্ছে শর্টফিল্মেও গান। মাহমুদ হায়াৎ অর্পণের সুর ও সংগীতায়োজনে শর্টফিল্ম এর টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন অর্পণ ও মিথিলা রহমান শশী।

গানটি কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্ট-এর ইউটিউবে প্রকাশের পাশাপাশি জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, গান অ্যাপ ও রবি-এয়ারটেল স্প্ল্যাশ, স্বাধীন অ্যাপেও প্রকাশিত হবে। পাশাপাশি গানটি জিওসাভান, হাঙ্গামা মিউজিক, গানা, স্পটিফাই, আমাজন প্রাইম মিউজিক, ডিজারসহ ১০০ টিরও বেশি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উন্মুক্ত হবে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।