নাগরিক টিভিতে যুক্ত হলেন আব্দুন নূর তুষার


প্রকাশিত: ০৭:২৭ এএম, ১০ নভেম্বর ২০১৫

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘শুভেচ্ছা’র কথা নিশ্চয় মনে আছে? স্মার্ট, নিপাট এক ভদ্রলোক উপস্থাপক তার অমায়িক হাসিতে স্বাগত জানাতেন দর্শকদের। বলছি জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষারের কথা।

সম্প্রতি তিনি সম্প্রচার অপেক্ষমান স্যাটেলাইট টিভি চ্যানেল নাগরিক-এ যোগ দিয়েছেন। ডা. তুষার চ্যানেলটিতে প্রধান পরিচালন কর্মকর্তা (চিফ অপারেটিং অফিসার) হিসেবে দায়িত্ব পালন করবেন জানিয়েছে নাগরিক টেলিভিশন।

পেশায় আব্দুন নূর তুষার একজন চিকিৎসক হলেও কৈশোর থেকেই জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা নিয়ে যুক্ত হন গণমাধ্যমের সঙ্গে। বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘শুভেচ্ছা’র উপস্থাপক হিসেবে পরিচিতি লাভ করেন। পরে অনেকগুলো টিভি চ্যানেলেই সঞ্চালক ও পরামর্শকের ভূমিকায় ছিলেন তিনি।

তার পরিচালিত ও উপস্থাপিত অনুষ্ঠান বিটিভিসহ দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হয়েছে। উপস্থাপনা করেন রাজনৈতিক টকশো, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ শো, স্পোর্টস শো, ম্যাগাজিন অনুষ্ঠান, গেইম শোসহ বিভিন্ন অনুষ্ঠান।

এছাড়াও বিশ্বসাহিত্যকেন্দ্র এবং বাংলাদেশ সোসাইটি ফর হাইপারটেনশনের সঙ্গে তিন দশক ধরে জড়িত তিনি। নতুন কর্মস্থলে যোগ দেয়ার খবরে তাকে অভিনন্দিত করেছেন কাছের মানুষ ও বন্ধু-স্বজনেরা। জাগো নিউজের পক্ষ থেকেও রইল শুভেচ্ছা। নাগরিক টিভি ডা. তুষারের পদচারণায় মুখরিত হোক, সফল হোক।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।