স্টার্কের জরিমানা


প্রকাশিত: ০৬:০৭ এএম, ১০ নভেম্বর ২০১৫

ম্যাচ চলাকালীন সময়ে বিপজ্জনকভাবে নিউজিল্যান্ডের মার্ক ক্রেইগের দিকে বল ছুড়ে আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গ করায় জরিমানার মুখোমুখি হয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক।

রোববার ব্রিসবেনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পঞ্চম দিনে প্রতিপক্ষ ব্যাটসম্যানের সাথে অনাকাঙ্ক্ষিত আচরণ করায় ম্যাচ রেফারি তার ম্যাচ ফি`র ৫০ শতাংশ জরিমানা করেন।

পঞ্চম দিনে ম্যাচের ৮৪তম ওভারে প্রতিপক্ষ ব্যাটসম্যান মার্ক ক্রেইগকে অপ্রয়োজনীয়ভাবে বল ছুঁড়ে মারেন স্টার্ক। যা কিনা আইসিসির কোড অব কন্ডাক্টের ২ নম্বর ধারায় অপরাধ বলে বিবেচিত।

এরপরই ম্যাচ রেফারি অস্ট্রেলিয়ার এই পেসারকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেন।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।