প্রেমিকার সঙ্গে সাক্ষাতের দারুণ আইডিয়া দিলেন অপূর্ব

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১৭ নভেম্বর ২০২০

করোনাকালীন লকডাউনে সবাইকে ঘরে বন্দী থাকতে হয়। কারো সঙ্গে দেখা-সাক্ষাৎ একেবারেই মানা। এমন অবস্থায় প্রেমিক-প্রেমিকার দিন কীভাবে গেছে? যে হৃদয় হাতে হাত রেখে হাঁটতে চায় সে হৃদয় কি ভার্চুয়াল সাক্ষাতে খুশি হতে পারে?

তাই প্রেমিকার সঙ্গে সাক্ষাতের দারুণ এক আইডিয়া বের করে নিলেন প্রেমিক। বাসায় অনলাইন প্রডাক্ট ডেলিভারি দেয়ার উছিলায় ডেলিভারি বয় সেজে প্রেমিকার বাসায় আসেন। এদিকে প্রেমিকার ছোট বোন আর মাকে খুশি করতে প্রেমিকটি প্রতিটি পণ্যেই বিশাল ছাড়ের ঘোষণা দেয়।

সেই সুযোগে প্রেমিকার মা ও বোন নানারকম পণ্য অর্ডার করতে থাকে। এরকমই একদিন পণ্য ডেলিভারি করতে এসে প্রেমিকটি তার প্রেমিকার সাথে বাড়ির ছাদে প্রেমে মশগুল। তখন সেই বাড়িতেই একটি চুরির ঘটনা ঘটে। আর সেই চুরির ঘটনায় ফেঁসে যান প্রেমিক।

এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক নাম ‘হেট ইউ করোনা’। মুরসালিন শুভ’র গল্পে নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আর এস আর মজুমদার। এতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিন।

ফারিন বলেন, ‘বেশ মজার একটি নাটক। তারুণ্যের প্রেমের নানা চিত্র এখানে ফুটে উঠেছে করোনার সময়টাতে। এই কাজটি করতে গিয়ে পুরো টিম খুব উপভোগ করেছি। আমার বিশ্বাস এই নাটকটি ভালো লাগবে দর্শকের।’

নির্মাতা সুত্রে জানা গেছে, আগামী ২১ নভেম্বর দুপুর ২টায় মাছরাঙা টিভিতে প্রচারিত হবে ‘হেট ইউ করোনা’ নামের নাটকটি।

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।