সংসদে যাবে পৌর নির্বাচন আইনের অধ্যাদেশ
দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য তৈরি করা আইনের খসড়া সংসদে উপস্থাপনের জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীতা যুক্ত করে স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন আইন-২০১৫ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গত ১২ অক্টোবর দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন করার লক্ষ্যে স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ওইদিনই খসড়াটি অধ্যাদেশ আকারে জারি করার বিষয়টিও অনুমোদন দেয় মন্ত্রিসভা। গত ২ নভেম্বর মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া আইনের খসড়াটি অধ্যাদেশ আকারে জারি করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভায় স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি যে অধ্যাদেশ হয়েছে, মূলত সেটি আইন আকারে পাস করার জন্য অনুমোদন দেওয়া হয়।
এ আইন সংশোধনের মাধ্যমে দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসএ/একে/পিআর