রাজনৈতিক পুনর্গঠন হচ্ছে না মিয়ানমারে


প্রকাশিত: ১২:২৫ পিএম, ০৬ নভেম্বর ২০১৪

মিয়ানমারে রাজনৈতিক পুনর্গঠন প্রক্রিয়া স্থবির হয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি। এ বিষয়ে তিনি পশ্চিমাদের ‘বেশি আশাবাদী’ হতেও নিষেধ করেন।

ইয়াংগুনে এক সংবাদ সম্মেলনে গত বুধবার নোবেলজয়ী সুচি বলেন, মিয়ানমারে গত দুই বছরে রাজনৈতিক পুনর্গঠন প্রক্রিয়ায় সত্যিকার অর্থে কোনো অগ্রগতি হয়নি। গত সপ্তাহে দেশটির জ্যেষ্ঠ রাজনীতিকদের সঙ্গে সেনাপ্রধানের আলোচনায় তেমন উল্লেখযোগ্য কোনো অর্জন সাধিত হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি দেশটির রাজনৈতিক পুনর্গঠন নিয়ে পশ্চিমা দেশগুলো বিশেষত যুক্তরাষ্ট্রকে ‘অতি আশাবাদী’ হতে বারণ করেন। আগামী সপ্তাহে মিয়ানমারে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সেখানে যোগ দেবেন। সফরের আগে ইতোমধ্যে তিনি মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন ও সুচির সঙ্গে ফোনালাপ করেন।

মিয়ানমারে আগামী বছর নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ওই নির্বাচনে অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। - বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।