করোনায় আক্রান্ত কণ্ঠশিল্পী নকীব খান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ১৩ নভেম্বর ২০২০

শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার নকীব খান করোনায় আক্রান্ত হয়েছেন। এ শিল্পীর করোনা আক্রান্ত হবার বিষয়টি নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ।

তিনি আজ শুক্রবার (১৩ নভেম্বর) বলেন, 'সম্প্রতি অসুস্থ বোধ করছিলেন নকীব খান। পরে তার করোনা টেস্ট করা হয়। গতকাল রিপোর্টে কোভিড ১৯ পজেটিভ এসেছে।'

কুমার বিশ্বজিৎ নিশ্চিত করলেন, বর্তমানে নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। রয়েছেন আইসোলেশনে। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

নকীব খান দেশের কিংবদন্তি ব্যান্ড রেনেসাঁর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। একজন সুরকার, গীতিকার ও গায়ক হিসেবেও সমাদৃত তিনি। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘এখন অনেক রাত’, ‘তুমি বললে’, ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’, ‘যদি লক্ষ্য থাকে অটুট’ ইত্যাদি গানগুলো।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।