সৌমিত্রকে প্রথম প্লাজমা থেরাপি, শারীরিক অবস্থা স্থিতিশীল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫০ এএম, ১৩ নভেম্বর ২০২০

প্রথমবারের মতো প্লাজমা থেরাপি দেয়া হয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। রক্তচাপ এবং রক্তের অন্যান্য মাত্রাও স্বাভাবিক রয়েছে। কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দেয়নি।

চিকিৎসকরা জানিয়েছেন, এই থেরাপি প্রয়োগের পর বাহ্যিকভাবে তার রক্তক্ষরণ হয়নি। বৃহস্পতিবার কলকাতার বেলভিউ হাসপাতাল সূত্রে এমনটাই জানানো হয়েছে।

এর আগে বুধবার সৌমিত্রের শ্বাসনালিতে অস্ত্রোপচার (ট্র্যাকিয়োস্টমি) করা হয়। এর ২৪ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ তাকে প্লাজমা থেরাপি দেয়া হলো।

প্রাথমিকভাবে প্রবীণ ওই অভিনেতার রক্তচাপ কিছুটা কমে যায়। তবে পরে তা ঠিক হয়ে যায়। এদিন তার জ্বরও ছিল। তার সিটিস্ক্যানও করা হয়েছে। তার রিপোর্ট সন্তোষজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সৌমিত্রের হৃৎপিণ্ড, ফুসফুস ও যকৃৎ ঠিক রয়েছে। তাকে একদিন পরপর প্লাজমা থেরাপি দেয়া হবে। সেই সঙ্গে একদিন অন্তর হবে ডায়ালাইসিসও। সৌমিত্রের স্নায়ুর সমস্যা কাটাতে পরামর্শ নেয়া হচ্ছে নিউরোলজি বোর্ডেরও।

এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন সৌমিত্র। চিকিৎসা চলাকালীন তার শারীরিক অবস্থার উত্থান-পতন লেগেই ছিল। তবে বিপদ না কাটলেও আপাতত স্থিতিশীল রয়েছেন সৌমিত্র।

করোনায় গত কয়েক মাস শুটিং বন্ধ ছিল টলিউডে। নিয়মবিধি মেনে সম্প্রতি সৌমিত্র শুটিং শুরু করেছিলেন। কাজ করছিলেন তার ওপর তৈরি একটি তথ্যচিত্রে। এর মধ্যেই তিনি করোনা আক্রান্ত হয়ে পড়েন। পরে পরীক্ষায় নেগেটিভ ফল আসে।

এর আগেও টলিউডে থাবা বসিয়েছে করোনা। মা হওয়ার পরই করোনায় আক্রান্ত হয়েছিলেন কোয়েল মল্লিক, তার স্বামী নিসপাল সিংহ, বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক। আক্রান্ত হন পরিচালক রাজ চক্রবর্তী।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।