সোমবার দেশে ফিরছে আরচারি দল


প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ০৮ নভেম্বর ২০১৫

থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান অলিম্পিক কন্টিনেন্টাল কোয়ালিফিকেশন টুর্নামেন্ট শেষে সোমবার ঢাকায় ফিরছে বাংলাদেশ আরচারি দল। এদিন দুপুর সাড়ে ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে আরচারি দল।

রোববার  রিকার্ভ ডিভিশনে পুরুষ সেকশনে বাংলাদেশের মো. রুমান সানা নবম স্থান লাভ করেছেন। এবং রিকার্ভ ডিভিশনে মহিলা সেকশনে বাংলাদেশের শ্যামলী রায়ও নবম স্থান লাভ করেন।

রিকার্ভ ডিভিশনে পুরুষ সেকশনে বাংলাদেশের মো. রুমান সানা ইলিমিনেশন রাউন্ডে ১/২৪ খেলায় ইরাকের মাহমুদ আহমেদকে ৬-০ সেট পয়েন্টে পরাজিত করে ১/১৬ খেলায় উন্নীত হন।

১/১৬ খেলায় কাতারের আল-মহানদী ইব্রাহীমকে ৬-৪ সেট পয়েন্টে পরাজিত করে ১/৮ খেলায় উন্নীত হন। ১/৮ খেলায় ফিলিপাইনের মরেনো লুইস গাবরিয়েলের নিকট ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে ৯ম স্থান অর্জন করেন।

শেখ সজিব ইলিমিনেশন রাউন্ডে ১/১৬ খেলায় সিঙ্গাপুরের তান সিলিয়ের নিকট ৭-৩ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে ১৭তম স্থান অর্জন করেন। মো. মিজানুর রহমান ইলিমিনেশন রাউন্ডে ১/২৪ খেলায় কুয়েতের আব্দুল্লাহ্ তাহাকে ৬-০ সেট পয়েন্টে পরাজিত করে ১/১৬ খেলায় উন্নীত হন। ১/১৬ খেলায় মঙ্গোলিয়ার জানত্সান গানটুগসের নিকট ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে ১৭তম স্থান অর্জন করেন।

রিকার্ভ ডিভিশনে মহিলা সেকশনে বাংলাদেশের শ্যামলী রায় ইলিমিনেশন রাউন্ডে ১/১৬ খেলায় ভুটানের দিমা সোনামকে ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত করে ১/৮ খেলায় উন্নীত হন।

১/৮ খেলায় উত্তর কোরিয়ার চ্যু ওক শিলের নিকট ৬-৪ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে ৯ম স্থান অর্জন করেন। ১/২৪ খেলায় মাথুই প্রু মারমা নেপালের সিয়াংতান কৃষ্ণা মায়াকে ৭-৩ সেট পয়েন্টে পরাজিত করে ১/১৬ খেলায় উন্নীত হন।

১/১৬ খেলায় ইরানের খোরাম শাহী শিভার নিকট ৬-২ সেট পয়েন্টে পরাজিত হয়ে ১৭তম স্থান অর্জন করেন। ১/২৪ খেলায় মোসাম্মৎ হিরা মনি থাইল্যান্ডের খুথাওয়াইসাপ ওয়াইসানার নিকট ৬-৪ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে ৩৩তম স্থান অর্জন করেন।

আরটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।