স্বীকৃতি ভালো আছেন


প্রকাশিত: ১০:৫১ এএম, ০৮ নভেম্বর ২০১৫

সঙ্গীতশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ভারতের মুম্বাই গিয়েছিলেন। চিকিৎসা শেষে গত শুক্রবার দেশে ফিরেছেন তিনি। এখন তিনি অনেকটাই ভালো আছেন। এজন্য দেশে ফিরেই সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন এক সময়ের ব্যস্ততম এ কণ্ঠশিল্পী।

স্বীকৃতি বলেন, সঙ্গীতাঙ্গনসহ সকল স্তরের মানুষজন যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন সেজন্য আমি কৃতজ্ঞ সবার কাছে। অনেক সিনিয়র শিল্পীরা আমাকে সাহস যুগিয়েছেন বিপদে পাশে দাঁড়িয়েছেন।

স্বীকৃতি আরো বলেন, সবার কাছে দোয়া চাই যেন আমি এই মরণব্যাধি ক্যান্সারকে জয় করে পুরোপুরি সুস্থ হয়ে সবার মাঝে ফিরতে পারি। চলতি বছরের মাঝামাঝি সময়ে ব্লাড ক্যান্সার ধরা পড়ে স্বীকৃতির। কিছুদিন দেশে চিকিৎসা নেয়ার পরই তিনি চিকিৎসার জন্য মুম্বাই যান। সেখানে এস এল রাহেজা হাসপাতালে প্রায় দু’মাস চিকিৎসা নিয়েছেন এবং কয়েক দফা কেমো দেয়া হয়েছে তাকে। যার ফলে স্বীকৃতির শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে।

উল্লেখ্য, স্বীকৃতি দীর্ঘদিন ধরে গান করছেন। এখন পর্যন্ত তার ৮টি একক অ্যালবাম প্রকাশ পেয়েছে। সেইসঙ্গে আছে ৫০টিরও বেশি মিশ্র অ্যালবাম। এছাড়া, অসংখ্য চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী।

জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।