মাকে শেষ বিদায় জানিয়ে ফিরে যাচ্ছেন শ্রাবন্তী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ০২ নভেম্বর ২০২০

অসুস্থ মায়ের টানে দেশে ফিরেছিলেন। হাসপাতালে ভর্তি মায়ের সেবা করারও সুযোগ পেয়েছেন। সুস্থ মাকে নিয়ে বাসায় ফেরার সৌভাগ্য হয়নি অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তীর। চিকিৎসাধীন অবস্থায় গত ২০ অক্টোবর রাতে বগুড়ার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শ্রাবন্তীর মা মাহমুদা সুলতানা।

মাকে শেষ বিদায় দিয়ে বাকি সব পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালন শেষে আবারও আমেরিকায় ফিরে যাচ্ছেন এই অভিনেত্রী।

শ্রাবন্তী জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি। সঙ্গে যাবে তার সন্তানরাও।

এ প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, ‘এবার যে বেদনা নিয়ে দেশ ছাড়ছি এমনটা আর কখনোই হয়নি। যখন এসেছিলাম তখন মনে কষ্ট ছিল। কিন্তু মা বেঁচে ছিলেন। এখন ফিরে যাচ্ছি মাকে চিরতরে বিদায় জানিয়ে। সবাই মায়ের জন্য দোয়া করবেন।’

তিনি আরও বলেন, ‘মন ভালো নেই। মায়ের মৃত্যুর পর কিছু আনুষ্ঠানিকতা রক্ষা করতে হয়েছে। গ্রামের বাড়ি বগুড়ায়ই ছিলাম। কয়েক দিন হলো ঢাকায় এসেছি। ইচ্ছা থাকলেও অনেকের সঙ্গে দেখাও করতে পারিনি।’

প্রসঙ্গত, মডেল ও অভিনেত্রী হিসেবে একটা সময় ব্যাপক জনপ্রিয় ছিলেন ইপশিতা শবনম শ্রাবন্তী। মোহনীয় হাসি দিয়ে তিনি জয় করেছেন দর্শক হৃদয়। আলাদা করে আলোচনায় এসেছিলেন ‘জোছনার ফুল’ ধারাবাহিক নাটক দিয়ে।

এছাড়া ‘রং নাম্বার’ সিনেমার মাধ্যমে বেশ সাড়া জাগিয়েছিলেন এ অভিনেত্রী। তবে দীর্ঘদিন ধরে শোবিজে আলোচনার বাইরে রয়েছেন।

বর্তমানে তিনি দুই কন্যা নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন আমেরিকায়। প্রয়োজনে দেশে আসেন। ফিরে যান কাজ শেষ করে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।