লোকসানের মুখে দেলদুয়ারের লেবু চাষিরা


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ০৮ নভেম্বর ২০১৫

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় লেবুর বাম্পার ফলন সত্ত্বেও লোকসানের মুখে পড়েছে লেবু চাষিরা। বাজারে দাম কম থাকায় এ লোকসান গুণতে হচ্ছে তাদের। গত রমজান মাসে লেবুর দাম ও চাহিদা বৃদ্ধি পেলেও বর্তমান সময়ে এর ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ চাষিরা। যেখানে এক বস্তা লেবু বিক্রি হতো ছয় হাজার টাকায় এখন দাম কমে দাঁড়িয়েছে এক হাজার টাকা।

গত বছরে লেবু চাষে ব্যাপক সফলতার মুখ দেখে চাষিরা। এর ফলে এ বছর ব্যাপকভাবে বৃদ্ধি পায় লেবু চাষ। এতে করে চাহিদার চেয়ে বেশি লেবু আমদানি হচ্ছে স্থানীয় হাট-বাজারে বলে মনে করছেন লেবু ব্যবসায়ীরা।
 
চলতি বছরে লোকসান সত্ত্বেও কৃষকের ভাগ্যে অতিরিক্ত হয়েছে অতি বর্ষণ। এর ফলে লেবুর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মারা গেছে বিপুল সংখ্যক লেবু গাছ। এছাড়া বেঁচে থাকা গাছের লেবুতেও ধরেছে পচন। এতে দিশেহারা হয়ে পরেছেন লেবু চাষিরা। এ অবস্থায় সরকারি সহযোগিতা অপরিহার্য হয়ে পড়েছে এ চাষিদের।

Lemon

কৃষি বিভাগও চাষিদের সর্বাত্মক সহযোগিতায় এগিয়ে এসেছে। ক্ষতিগ্রস্ত লেবু চাষিদের কৃষি উপকরণ সরবরাহের পাশাপাশি বিভিন্ন সহযোগিতার আশ্বাস দিয়েছেন টাঙ্গাইল কৃষি অধিদফতরের উপ-পরিচালক মো. আবুল হাসেম।  

উপজেলার লাউহাটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জুড়ে দীর্ঘদিন যাবৎ লেবু চাষ করে আসছেন চাষিরা। এই অঞ্চলের কৃষকদের আয়ের অন্যতম উৎস লেবু চাষ। এখানকার উৎপাদিত লেবু দেশের চাহিদা পূরণ করার পাশাপাশি রফতানিও হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।

কৃষি অধিদফতরের তথ্য মতে, দেলদুয়ার উপজেলায় লেবুর চাষ হয় ৭০০ হেক্টর জমিতে। গত বছর তিন হাজার ২০০ মেট্রিক টন লেবু উৎপাদন হলেও এবার ফলন বাড়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার হাজার ৫০০ মেট্রিক টন।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।