১০০ প্রেক্ষাগৃহে অনেক সাধের ময়না


প্রকাশিত: ০৮:১০ এএম, ০৬ নভেম্বর ২০১৪

আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ছবি ‘অনেক সাধের ময়না’। ছবিটি নির্মিত হয়েছে ১৯৬৯ সালে নির্মিত কাজী জহীরের কালজয়ী ছবি ‘ময়নামতি’র ছায়া অবলম্বনে। তবে সময় এবং চলমান পরিবেশ বিবেচনা করে প্রযুক্তির পাশাপাশি বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে ছবির গল্প, গান এবং চিত্রনাট্যে।

রাজ্জাক-কবরী জুটির ‘ময়নামতি’র আধুনিক ভার্সন ‘অনেক সাধের ময়না’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি-মাহি। আরও দু’টি গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন  আলীরাজ এবং আনিসুর রহমান মিলন।

ছবিটি নিয়ে নির্মাতা জাকির হোসেন রাজু বলেন, ‘ভারতীয় সিনেমায় রিমেকের জোয়ার শুরু হয়েছে দীর্ঘদিন থেকেই। কিন্তু আমাদের দেশে সিনেমা রিমেক করা রীতিমতো দুঃসাহসিক একটা বিষয়। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান সেই দুঃসাহস দেখিয়েছে। মূলত নতুন প্রজন্মকে চলচ্চিত্রের সোনালি পরিবেশকে স্মরণ করে দিতেই কালজয়ী ‘ময়না মতির সংসার’কে আধুনিকভাবে রূপান্তর করেছে। অভিনয়শিল্পীরাও মন-প্রাণ উজাড় করে কাজ করেছেন। সব মিলিয়ে আমার ভীষণ আত্মবিশ্বাস নতুন শতাব্দীর দর্শকদের কাছেও কালজয়ী হয়ে থাকবে অনেক সাধের ময়না।’

ছবিটি নির্মাণ করেছে জাজ মাল্টিমিডিয়া। শুক্রবার থেকে ছবিটি ১০০টি সিনেমা হলে একযোগে প্রদর্শিত হবে। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা ও শফিক তুহিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।