ঢাকায় আসছেন ক্লেয়ার ডেনি


প্রকাশিত: ০৭:০৯ এএম, ০৬ নভেম্বর ২০১৪

অনলাইন ফোরাম ‘ফিল্মি বাহাসে’র আমন্ত্রণে ঢাকায় আসছেন প্রখ্যাত ফরাসি চলচ্চিত্র নির্মাতা ক্লেয়ার ডেনি। কান চলচ্চিত্র উৎসবে ‘পাম-দ্য-অর’ মনোনীত এবং লোকার্নো চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন লেপার্ড’ বিজয়ী বর্ষীয়ান এই নির্মাতা আসছেন ডিসেম্বরে অনুষ্ঠিতব্য `তারেক মাসুদ মাস্টার্স ক্লাস` সিরিজের দ্বিতীয় আয়োজনে।

দুই দিনব্যাপী ছবির প্রদর্শনী, আলোচনা, আড্ডায় ক্লেয়ার ডেনির সাথে মূল বাহাস পরিচালনা করবেন প্যারিসে ‘গ্রাপ্রি’ ও মুম্বাইয়ে ‘স্বর্ণশঙ্খ’ বিজয়ী বাংলাদেশের তরুণ নির্মাতা কামার আহমাদ সাইমন।

সাইমন ফরাসী নির্মাতার পরিচয় তুলে ধরে জানান, গার্ডিয়ান পত্রিকায় জান ব্রুক্স ক্লেয়ার ডেনিকে বর্ণনা করেছেন ‘এ সময়ের সবচেয়ে স্বতন্ত্র ও চ্যালেঞ্জিং নির্মাতা’ হিসাবে। বর্তমানে ফরাসী সিনেমার সবচাইতে গুরুত্বপূর্ণ ওঁতর নির্মাতা হিসাবে বিবেচিত ডেনির জন্ম প্যারিসে, বেড়ে উঠেছেন আফ্রিকার ফরাসী উপনিবেশে। এর একটা বড় প্রভাব পরেছে তার কাজে, তার ছবিতে তাই উপনিবেশবাদ ও উপনিবেশোত্তর আফ্রিকা ফিরে এসেছে বারবার।

এর আগে বার্লিন-নিবাসী রুশ চলচ্চিত্র নির্মাতা ভিক্টর কসাকভস্কি এসেছিলেন ফিল্মী-বাহাসের ‘তারেক মাসুদ মাস্টার্স ক্লাস’ সিরিজের প্রথম আয়োজনে। ঢাকাস্থ ফরাসী দূতাবাস এবং সূচনা প্রযোজনার উদ্যোগে, ইন্সস্টিটিউট ফ্রান্সিস, ইউনিফ্রান্স ফিল্মস এবং আমেরিকান ইন্টারন্যশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইউবি) এর সহযোগিতায় ডেনি আসছেন ঢাকায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।