৩৪তম বিসিএসের স্থগিত ফলে ১৭ জনকে নিয়োগের সুপারিশ


প্রকাশিত: ০২:৫০ পিএম, ০৫ নভেম্বর ২০১৫

৩৪তম বিসিএস পরীক্ষার স্থগিত ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। বৃহস্পতিবার বিকেলে ফল প্রকাশ করা হয়। এতে ১৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

পিএসসি সূত্র জানায়, বিভিন্ন কারণে ২১ প্রার্থীর ফল স্থগিত করা হয়েছিল। স্থগিতদের বিষয়ে কমিশন একটি কমিটি গঠন করে। কমিটির কাছে ফল স্থগিত প্রার্থীদের কাগজপত্র পর্যালোচনা করে স্থগিত ফলপ্রকাশ করা হয়েছে। এতে ১৭ জন  বিভিন্ন ক্যাডার পদে চূড়ান্তভাবে  নিয়োগ পেয়েছেন।

নিয়োগপ্রাপ্তদের রেজিস্ট্রেশন নম্বর হলো, প্রশাসন ক্যাডারে- ০৬৩১২৪, ০১৬৪৫৭, ০৭০২৫৩, ০০১৩৬৭, ৪০০৬৯৮। পররাষ্ট্র ক্যাডারে- ০৪৯০৩৫, ০৪৯১০৯। পুলিশ ক্যাডারে-০২১৪৬৮, ১০০৫১১। পশুসম্পদ- ০২৫২৫১, ৪০১৭৪২, ৬০৪১৪৮, ৬০০৪৬০, ০৪৯৮২০। গণপূর্ত-০০৬০৪৮। শিক্ষা ক্যাডারে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি-০৮৬০৩৯ এবং প্রভাষক গ্রন্থাগার- ২০৯২০২

এনএম/এসএইচএস/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।