সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০১৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারী ইঞ্জিনিয়ারিং এ সম্মেলনটির আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম শাম্মী।
অধিনায়ক সম্মেলনে কোর অব ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, বগুড়ার এরিয়া কমান্ডার এবং কমান্ড্যান্ট, ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারী ইঞ্জিনিয়ারিংসহ কোরের সব ইউনিটের অধিনায়করা অংশগ্রহণ করেন।
এসময় কর্নেল কমান্ড্যান্ট মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান বলেন, ‘কোর অব ইঞ্জিনিয়ার্স একটি কারিগরী, সরঞ্জামাদি নির্ভর এবং বহুমুখী প্রতিভা সম্পন্ন কোর যার সাপোর্ট যুদ্ধক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ। দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কোর অব ইঞ্জিনিয়ার্সের প্রশংসনীয় ভূমিকার জন্য তাদের অভিনন্দন জানাচ্ছি।’
এসময় মেজর জেনারেল হাবিবুর রহমান ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারী ইঞ্জিনিয়ারিংয়ে একটি গাছের চারা রোপণ করেন।
এআর/এসএইচএস/আরআইপি