ফোক ফেস্ট হবে না এবার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ১০ অক্টোবর ২০২০

লােকগানের সুর-সুধা বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে প্রতি বছর আয়োজিত হয়ে আসছে এশিয়ার সবচেয়ে বড় লােকসংগীতের উৎসব। ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ নামের এই উৎসবটি চলতি বছরে হবে না।

করোনার কারণে ‘ফোক ফেস্ট’র ষষ্ঠ আসর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মিডিয়াকম।

আজ শনিবার (১০ অক্টোবর) জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে মিডিয়াকম লিমিটেডের সিওও (চিফ অপারেটিং অফিসার) অজয় কুমার কুণ্ডু বলেন, ‘অনুষ্ঠানের জন্য আমরা অনুমতি ঠিকই পেয়েছিলাম। কিন্তু করোনার সংক্রমণের কথা ভেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার আয়োজনটি করবো না।’

তিনি বলেন, ‘উৎসব মানেই অনেক লোকের সমাগম। ঝুঁকি থাকে করোনা সংক্রমণের। সেই সচেতনতার কারণেই এবারের আয়োজন বাতিল করেছি।’

আগামী বছর ফোক ফেস্ট অনুষ্ঠিত হবে। যদি করোনা পরিস্থিতির উন্নতি হয়- যোগ করেন অজয় কুণ্ডু।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।