তিন জেলায় বন্দুকযুদ্ধে নিহত ৩


প্রকাশিত: ০৪:৩২ এএম, ০৫ নভেম্বর ২০১৫
প্রতীকী ছবি

রাজবাড়ী, বেনাপোল ও মুন্সিগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। বুধবার রাতে এ সকল বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন থেকে জানা যায়-

রাজবাড়ী : রাজবাড়ীতে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে পিচ্চি শাহিন (৩০) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলীপুর গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পিচ্চি শাহিন রাজবাড়ী সদরের খানখানাপুর ইউনিয়নের জয়নাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আটটি হত্যা মামলাসহ থানায় মোট ১৩টি মামলা রয়েছে।

রাজবাড়ী ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, শাহিনকে গ্রেফতারের পর তাকে নিয়ে আলীপুর এলাকায় অন্ত্র উদ্ধার অভিযানে যাওয়া হয়। মধ্যরাতে তার সহযোগীরা ওৎ পেতে থাকা অবস্থায় পুলিশের উপর গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করলে গুলিবিদ্ধ হয়ে পিচ্চি শাহিন ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরো জানান, বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের নাম জানা যায়নি। পরে ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি পিস্তল ও একটি শুটারগান উদ্ধার করে পুলিশ।

বেনাপোল : যশোরের বেনাপোলে পুলিশের ভ্যান থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া অস্ত্র ব্যবসায়ী ইলিয়াস (৩২) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। বুধবার রাত দেড়টার দিকে বেনাপোলের পুটখালি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত ইলিয়াস রাজবাড়ী জেলা সদরের কারচন্দ্রপুর এলাকার সুরুজ মোল্লার ছেলে। বুধবার দুপুরে পুলিশ ভ্যান থেকে পালিয়ে যাওয়ার পর গভীর রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটলো। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, মঙ্গলবার বিকেলে বেনাপোলের সীমান্ত এলাকা থেকে একটি নাইন-এমএম পিস্তলসহ ইলিয়াসকে আটক করা হয়। এরপর বুধবার দুপুরে তাকে নিয়ে একটি পুলিশ ভ্যান যশোরে আদালতের উদ্দেশে যাত্রা করে।

পুলিশ ভ্যানটি যশোর-বেনাপোল সড়কের কাগজপুকুর এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। এ সুযোগে কৌশলে ইলিয়াস ভ্যান থেকে পালিয়ে যায়। এ সময় পুলিশের এক এসআই ও দুই কনস্টেবল আহত হন। পরে ইলিয়াসকে ধরতে পুলিশ অভিযান শুরু করে।

বুধবার রাত দেড়টার দিকে পুটখালি এলাকায় দু’টি মোটরসাইকেলকে পুলিশ চ্যালেঞ্জ করে। চ্যালেঞ্জের মুখে তারা গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় সন্ত্রাসীদের গুলিতেই ইলিয়াস মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।

মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ সেন্টু ওরফে পিচ্চি সেন্টু নামের এক সন্ত্রাসী নিহত হয়েছেন। বুধবার রাতে টঙ্গিবাড়ীর আলিবাজার ঈদগাহ মার্কেটের সামনে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পিচ্চি সেন্টু অস্ত্রসহ ছয়টি মামলার সাজাপ্রাপ্ত আসামি বলে পুলিশের দাবি।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেরে সেন্টু ও তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও এ সময় পাল্টা গুলি করে। এতে সেন্টু গুলিবিদ্ধ হয়। পরে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। তার লাশ মুন্সিগঞ্জ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্যও গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।