প্রাণনাশের শঙ্কায় ব্রিটিশ পুলিশের কাছে নিরাপত্তা চাইলেন নুসরাত

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:১৮ এএম, ০২ অক্টোবর ২০২০

লন্ডনে শুটিং করতে যাওয়া ভারতীয় সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান ব্রিটিশ পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। সেখানে ভারতীয় হাইকমিশনার গায়েত্রী ঈসার কুমারের মাধ্যমে তার আবেদন ব্রিটিশ পুলিশের সদর দফতর স্কটল্যান্ড ইয়ার্ডে পৌঁছে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নুসরাত জাহানের আশঙ্কা, লন্ডনে তাকে যেকোনো মুহূর্তে খুন করা হতে পারে। তাই ব্রিটিশ পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পশ্চিমবঙ্গে সরকারকেও এ ব্যাপারে জানানো হয়েছে।

গত কয়েক দিন আগে ইনস্টাগ্রামে এক পোস্ট দেন নুসরাত জাহান। ওই পোস্টে তিনি মহালয়ার শুভেচ্ছা জানান। এর তিন দিন পরে ইনস্টাগ্রামে দূর্গা সেজে একটি ভিডিও পোস্ট করেন তিনি। এরপরই ফুঁসে ওঠেন দেশটির ধর্মীরা নেতারা। তারা বলেন, হিন্দুদের পুজোয় এভাবে অংশ নেয়া ইসলাম বিরোধী। এরপরই হত্যার হুমকি পেতে থাকেন নুসরাত।

এ ব্যাপারে নুসরাত জানান, তিনি আগামী ১৬ অক্টোবর পর্যন্ত লন্ডনে থাকবেন। আমি মানবতাবাদে বিশ্বাসী। মানবতাই আমার জীবনের আদৰ্শ।

এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।