রাজবংশী সম্প্রদায় নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ


প্রকাশিত: ০৭:৫৫ এএম, ০৪ নভেম্বর ২০১৫

রাজবংশী সম্প্রদায়কে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ রাজবংশী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ অভিযোগ করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১০ সালে রাজবংশী জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর তালিকা হতে বাদ দেয়া হয়েছে, যা এখনও বহাল আছে। কিন্তু কতিপয় স্বার্থান্বেষী মহল তাদের হীনস্বার্থ সিদ্ধির লক্ষ্যে অন্যের দ্বারা প্ররোচিত হয়ে রাজবংশী সম্প্রদায়কে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। যা আমাদের সম্প্রদায়ের জাতি সত্ত্বার জন্য হুমকি স্বরূপ।

তারা আরও বলেন, আমরা সমগ্র বাংলাদেশের রাজবংশী সম্প্রদায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি করণের বিরোধীতা করছি। আমরা রাজবংশী সম্প্রদায় মূল জাতি সত্ত্বার অন্তর্ভুক্ত থাকতে চাই।

মানববন্ধনে সংগঠনের সভাপতি সুরেশ রাজবংশীসহ অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এএস/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।