রাজারহাটে ট্রাকচাপায় স্বাস্থ্য পরিদর্শক নিহত


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৩ নভেম্বর ২০১৫

ট্রাকচাপায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শক মমিনুল ইসলাম (৪৩) নিহত হয়েছেন। এ ঘটনার পর ট্রাকসহ চালক রিংকু মিয়াকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিনুল রাজারহাট উপজেলার রতিরাম পাঠানপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, বিকেলে রাজারহাট থেকে ছেড়ে আসা সেলিমনগরগামী (ঢাকা-মেট্রো-ট-১৪-৯২২৬) ট্রাকটি হাসপাতাল মোড় অতিক্রম করার সময় স্বাস্থ্য পরিদর্শক মমিনুল ইসলামের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে মমিনুলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

সময় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকসহ চালক রিংকু মিয়াকে (৩০) পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

রাজারহাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ারুল ইসলাম বলেন, আটক রিংকু মিয়ার কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স নেই। চালক রিংকু রংপুরের পীরগঞ্জ থানাধীন কেশবপুর এলাকার গোলজার হোসেনের ছেলে বলেও জানান তিনি।

নাজমুল হোসেন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।