ব্যান্ড সংগীত নিয়ে ব্যান্ড ভিউ


প্রকাশিত: ০৭:২০ এএম, ০৩ নভেম্বর ২০১৫

বাংলা গানের সোনালি দিনে বিশাল একটি জায়গা জুড়ে ছিলো ব্যান্ড সংগীত। পপগুরু আজম খান, সোলস, ফিডব্যাক, মাইলস, আর্ক, এলআরবি, নগর বাউল, প্রমিথিউস- সব জনপ্রিয় ব্যান্ড দলের নাম। যাদের স্মরণ করলেই মন নস্টালজিয়ায় হারিয়ে যায়।

বাংলা গানের সেই সুদিনও আর নেই, ব্যান্ড সংগীতের সূর্যটাও অস্তমিত প্রায়। তবু কেউ কেউ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন শ্রোতাদের ব্যান্ড সংগীতের খোরাক দিতে। সেসব ভাবনা থেকেই হচ্ছে নানা রকম ব্যান্ড গানের অনুষ্টান-আয়োজন।

তেমনি এটিএন বাংলার একটি আয়োজন ‘ব্যান্ড ভিউ’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন লানা খান। সাধারণত উদীয়মান ব্যান্ড দলগুলোকে নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক নতুন ব্যান্ডদলকে তাদের সংগীত প্রতিভা প্রকাশের সুযোগ প্রদান করা হয়ে থাকে। অনুষ্ঠানের প্রতিটি পর্বে নতুন প্রজন্মের একটি ব্যান্ডদলকে আমন্ত্রণ জানানো হয়। স্টুডিওতে উপস্থিত হয়ে ব্যান্ডদল তাদের নিজেদের ৩টি গান পরিবেশন করেন।

এছাড়াও বহির্দৃশ্যে একটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করে তা প্রচার করা হয়। গানের পাশাপাশি ব্যান্ড দলের সদস্যরা তাদের দলের সম্পর্কে নানা রকম তথ্যও তুলে ধরেন অনুষ্ঠানের মাধ্যমে।

ভিন্ন আঙ্গিকে সাজানো অনুষ্ঠানটিতে আগত ব্যান্ড দলের সদস্যরাই নিজেদেরকে দর্শকদের সাথে পরিচয় করিয়ে দেন। নিজেদের পরিবেশিত গানগুলোর গল্পও দর্শকদের সঙ্গে শেয়ার করেন শিল্পীরা।

গানের গল্প ছাড়াও অনুষ্ঠানের মাধ্যমে উঠে আসে ব্যান্ড তৈরির ইতিকথা, ব্যান্ডের লাইনআপসহ অনান্য তথ্যাদি।    

অনুষ্ঠানটি প্রতি সপ্তাহের বুধবার বিকাল ৪টা ২০ মিনিটে প্রচারিত হয়।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।