চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের হরতাল পালিত
চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের ডাকা অর্ধদিবস হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। সকাল থেকে নগরীর কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। লেখক-প্রকাশক হত্যা ও হামলার প্রতিবাদে এ হরতালের ডাক দেয় গণজাগরণ মঞ্চ।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল বলেন, নগরীতে শান্তিপূর্ণ হরতাল পালন হয়েছে। যান চলাচল স্বাভাবিক থাকলো দূরপাল্লার যান চলাচল সীমিত ছিল।
হরতালের সমর্থনে গণজাগরণ মঞ্চের কর্মীরা নগরীর বিভিন্নস্থানে মিছিল সমাবেশ করেছে। সকাল সাতটায় নগরীর আন্দরকিল্লা মোড়ে সমাবেশ করেছে মঞ্চের কর্মী সমর্থকরা। এ ছাড়া প্রবর্তক মোড়, চেরাগী পাহাড়ের মোড়, লালদীঘি মোড়সহ বিভিন্ন স্পটে কয়েক দফা মিছিল ও পথসভা করেছে।এসময় গাড়ির চালকদের হরতালের বিষয়টি অবগত করে যানবাহন না চালানোর অনুরোধ জানান মিছিলে অংশগ্রহণকারীরা।
জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শিমুল বৈষ্ণ বলেন, গণজাগরণ মঞ্চের ডাকা হরতালের সমর্থনে নগরীর বিভিন্ন পয়েন্টে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করেছি। গাড়ির চালকদের হরতালের বিষয়টি জানিয়ে গাড়ি না চালানোর অনুরোধ করেছি।
চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী শরীফ চৌহান বলেন, শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে।আমরা সরকারকে অবিলম্বে ব্লগার-প্রকাশক হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছি। সাধারণ মানুষও আমাদের এ দাবিকে সমর্থন করেছে।
জীবন মুছা/জেডএইচ/এমএস