আজকের ধাঁধা : ০৩ নভেম্বর ২০১৫
ধাঁধা : বাজি পোড়াবার দুটো ফিউজ পাওয়া গেছে দুটোই এক মিনিট করে জ্বলতে পারে। মুস্কিল হচ্ছে যে দুটোর কোনোটার মধ্যেই বারুদের পুর সমানভাবে ঠাসা হয়নি, কাজেই জ্বলবার হারে, মানে ক`সেকেণ্ডে কতো ইঞ্চি জ্বলবে, তার সমতা নেই। যেমন, একটা ফিউজ যদি অর্ধেক করে কাটা হয় তাহলে প্রতিটি আলাদা ভাগ যে ৩০ সেকেণ্ড করে জ্বলবে তার কোনো গ্যারাণ্টি নেই। এই দুটো ফিউজ কায়দা করে জ্বালিয়ে ৪৫ সেকেণ্ড মাপার কোনো উপায় আছে কি?
উত্তর : ১নং ফিউজের দুদিক আর ২নং ফিউজের একদিক জ্বালিয়ে সময় মাপা শুরু করা হোক। ৩০ সেকেণ্ড পরে ১নং ফিউজের পুরোটা জ্বলে যাবে। তখন ২নং ফিউজের অন্যদিক জ্বালানো হোক। ২নং ফিউজ যখন পুড়ে যাবে তখন ৪৫ সেকেণ্ড পার হয়েছে।
এইচএন/এমএস