মুমিনুলের প্রথম ডাবল সেঞ্চুরি


প্রকাশিত: ১১:৫৮ এএম, ০২ নভেম্বর ২০১৫

ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যান মুমিনুল হক। ৫৫তম ফার্স্ট ক্লাস খেলে এ মাইলফলক অর্জন করলেন এই লিটল মাস্টার।

বাংলাদেশি ব্যাটসম্যানদের মাঝে সবচেয়ে বেশি টেস্ট গড় মুমিনলের। তবে এবারই প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেলেন তিনি। এর আগে ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১ রান করেছিলেন মমিনুল। বেশ কিছু দিন ধরে ফর্মের বাইরে থাকা মুমিনুল ডাবল সেঞ্চুরি করেই দুর্দান্তভাবে ফিরে এলেন।

জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে বগুড়ার উইকেটে চট্টগ্রামের হয়ে বরিশালের বিপক্ষে এই রান করেন মুমিনুল।

শেষ পর্যন্ত ২৩৯ রানে আউট হন বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যান মমিনুল হক।

আরটি/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।