শিশুদের জন্য চিত্রে গানে আনন্দ আয়োজন
বিশ্ব শিশু দিবস উপলক্ষে চিলড্রেন অ্যান্ড আর্থ ওয়েলফেয়ার সোসাইটি (সিইডব্লিউএস) শিশুর সুরক্ষা এবং শিশু অধিকার প্রতিষ্ঠায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। এতে রাজধানীর বিভিন্ন স্কুলের প্রায় ১০০ শিশু অংশগ্রহণ করে।
গেল শনিবার ৩১ অক্টোবর সেগুন বাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জনাব নজরুল ইসলাম বাবু, এম.পি. প্রধান অতিথি হিসেবে এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে শিশু কণ্ঠশিল্পী সুহা আনাদিল চৌধুরী, রুমা, অটিস্টিক শিশু মারজুক, নৃত্য পরিবেশন করে আবিদা সুলতানা। উল্লেখ্য এবছর শ্রেষ্ঠ শিশু কণ্ঠশিল্পী হিসেবে সিইডব্লিউএস পুরস্কার পেয়েছে সুহা আনাদিল চৌধুরী।
এর আগে চিত্রাঙ্কন প্রতিযেগিতার উদ্বোধন করেন সিইডব্লিউএস’র উপদেষ্টা ড. শাহীদা আখতার, কবি রাজিয়া বেগম এবং সিইডব্লিউএস’র নির্বাহী পরিচালক শরিফউদ্দিন আহমেদ।
কেজি শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে তিনটি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অটিজম এবং বিশেষ অক্ষম শিশুরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতার সম্মানিত বিচারক ছিলেন ভাস্কর শহিদুজ্জামান শিল্পী এবং চৌধুরী জেড এইচ বিপুল।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীরা হলো- ক বিভাগ-ইয়াসফাহ ইবনাত, ইউরীদ হোসেন চৌধুরী, তামীমা আনজুম, খ বিভাগ-ওয়াসিফা আফসারা, যারীন ফারিহা, মেহবুবা মেহজাবীন ইকরা, গ বিভাগ-জেবা তাসপিয়া, জুবাইদা আলম, শিশির আহমেদ। অটিস্টিক বিভাগ- মাসুদুল ঈমান রিজভী মারজুক, ইরফান, আনিকা মীম।
শিশুদের এই আনন্দ আয়োজন বাড়িয়ে দিয়েছিল শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান ১২৩ সিসিমপুরের হালুম. টুকটুকি আর ইশরীর শিশুদের সঙ্গে লাইভ পারর্ফমেন্স।
এলএ/এমএস