এশিয়াতে সবার সেরা দীপের এইচবিও সিরিজ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ৩১ আগস্ট ২০২০

কিছুদিন আগে এইচবিও এশিয়া অরিজিনালের ওয়েব সিরিজ ‘ইনভিজিবল স্টোরিজ’- এ অভিনয় করে আলোচনায় আসেন সুদীপ বিশ্বাস দীপ। জানা যায়, অভিনয়ে তার শুরুটা মঞ্চ দিয়ে। এইচবিও-তে কাজ করে সবাইকে তাক লাগিয়ে দেয়া দীপ এবার নিজের দেশে কাজে নিয়মিত হয়েছেন।

এই অভিনেতা জানালেন এবার একটি বেশ ভালো খবর। সিঙ্গাপুরভিত্তিক দ্য কনেটেন্ট এশিয়া অ্যাওয়ার্ডসে সেরা ড্রামার খেতাব পেয়েছে তার অভিনীত সিরিজ ‘ইনভিজিবল স্টোরিজ’। এখানে অভিনয় দিয়ে প্রশংসাও পেয়েছেন তিনি।

সুদীপ বিশ্বাস দীপ বলেন, ‘কনেটেন্ট এশিয়া দীর্ঘদিন ধরে মেধার ভিত্তিতে এশিয়ার কনটেন্টগুলোকে পুরস্কৃত করছে। এবার প্রথমবারের মতো কোভিড-১৯ মহামারিতে এশিয়ার মধ্যে যে ড্রামাগুলো সবচেয়ে বেশি দেখা হয়েছে ও প্রশংসিত হয়েছে-সেগুলোকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। আমার অভিনীত ‘ইনভিজিবল স্টোরিজ’ সেরা ড্রামার পুরস্কার পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে আমার প্রথম কাজটি সেরা হবে এবং পুরস্কৃত হবে ভাবতে পারিনি। আমি এইচবিও, পরিচালক লার জিয়ানসহ পুরো ‘ইনভিজিবল স্টোরিজ’র কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

‘ইনভিজিবল স্টোরিজ’র পর আরও কয়েকটি আন্তর্জাতিক পর্যায়ের কাজের প্রস্তাব পেয়েছেন দীপ। তবে এখনো কারো সঙ্গে চুক্তিবদ্ধ হননি হলেও জানান তিনি।

দীপ আরও জানান, ছয় পর্বের ‘ইনভিজিবল স্টোরিজ’ নামের সেই সিরিজে তিনি একটি গল্পে অভিনয় করেছেন। গত ফেব্রুয়ারিতে তার গল্পটি প্রথম দেখানো হয়। এরপর থেকেই তা রয়েছে আলোচনায়। আগস্ট থেকে সিরিজটি প্রদর্শিত হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক এইচবিও ম্যাক্সে।

ক্যারিয়ার শুরুতে দীপ যুক্ত ছিলেন মঞ্চ নাটকে। কাজ করেছেন ছোট পর্দা ও বড় পর্দায়। তার অভিনীত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দুটি কিস্তি মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া অভিনয় করছেন হৃদি হক পরিচালিত সরকারি অনুদান প্রাপ্ত ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমায়।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।