বাংলাদেশের কাছেই রক মিউজিক শিখেছি


প্রকাশিত: ০৭:২৩ এএম, ৩১ অক্টোবর ২০১৫

ঢাকায় প্রকাশ হলো কলকাতার ব্যান্ড ‘ভারতবর্ষ’র প্রথম অ্যালবাম ‘ভারতবর্ষ’। দেশের জনপ্রিয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে প্রকাশিত হয়েছে অ্যালবামটি।

শুক্রবার রাজধানীর একটি রেঁস্তোরায় এর মোড়ক উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন জি-সিরিজের সত্ত্বাধিকারি নাজমুল হক ভুঁইয়া, ব্লাক ব্যান্ডের ড্রামার টনিসহ সংগীতাঙ্গনের অনেক প্রিয়মুখ। নিজেদেরে অ্যালবামি এপারের শ্রোতাদের হাতে তুলে দিতে হাজির ছিলেন ভারতবর্ষের সদস্যরাও।

অনুষ্ঠানের শুরুতেই জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভুঁইয়া ভারতবর্ষকে ঢাকায় স্বাগত জানিয়ে নিজেদের প্রথম অ্যালবামটি বাংলাদেশে আগে প্রকাশ করার জন্য ধন্যবাদ জানান।

আর নিজেদের কথা বলতে গিয়ে ব্যান্ড দলের ভোকাল সাকী ব্যানার্জী, ‘প্রথমবারের মতো বাংলাদেশে এলাম। বিদেশ যাবার যে অনুভূতি সেটা একদমই পাচ্ছি না। একইরকম মানুষ, একই রকম ভাষা-খাবার-গান-কবিতা। কেন জানি একটা ঘোরের মধ্যে আছি। আমাদের পূর্ব পুরুষদের আদি নিবাস ছিলো যশোর। এখানে আরো অনেকেই আছেন দেশভাগের আগে যাদের ঠিকানা ছিলো ময়মনসিংহ, কিশোরগঞ্জসহ নানা জায়গায়। এইটুকু কাছে এসে আমরা নাড়ির টানটা টের পাচ্ছি। খুব ইচ্ছে ছিলো নিজের বাপ-দাদার ভিটায় একবার ঘুরে আসি। এবারে সময়ের অভাবে পারছি না। তবে পরিবারের সদস্যদের নিয়ে আরো একবার আসবো। তাদেরকে দেখাতেই হবে- দেখ এরা আমাদের স্বজন-বন্ধ। সেই আগের মতোই আছে। কাঁটাতারের বেড়ার বাঁধায় একটুও বদলায়নি ভালোবাসা। এখনো বুকে টেনে নেয়।’

তিনি আরো বলেন, ‘ছোট্টবেলা থেকে বড় হয়েছি বাংলাদেশের ব্যান্ড সংগীতের সাথে মাথা দুলিয়ে, পা নাচিয়ে। জেমসের মীরাবাঈ শুনতে শুনতে গোসল করতে যেতাম। সাবান ক্ষয় হয়ে যেত এক সপ্তাহেই। খুব ভাবতা একদিন এমনি করে গাইব। মাকসুদের মতো, শাফিনের মতো, এবির (আইয়ূব বাচ্চু) মতো। জেমসের মতো গলা ফাটিয়ে বাজিমাত করে দেব কনসার্ট। আমরা যারা ভারতবর্ষের সদস্য প্রত্যেকেই এভাবে বড় হয়েছি। অঞ্জন দত্তরা আমাদের সুর-গানে অনেক প্রভাবিত করেছেন, কিন্তু পুরোপুরি রক যা সেটা বাংলাদেশ থেকেই শিখেছি। তাই গুরু দক্ষিণাই বলেন আর ভালোবাসাই বলেন- আপনাদের কাছেই আগে এলাম অ্যালবাম নিয়ে। শুনবেন। ভালো লাগলে জানাবেন। ভালো না লাগল সেটাও জানাবেন। বকে দিবেন। শুধরে নিব। আপনারা বাংলা কথা ও সুরের রক গানের অনেক পুরোনো সমঝধার। আপনাদের ভালোবাসা আমাদের প্রেরণা দিবে।’

অনুষ্ঠানে জানানো হয় আগামী ৪ নভেম্বর কলকাতায় ভারতবর্ষ অ্যালবামটি প্রকাশ হবে। অ্যালবামে গান রয়েছে মোট ৭টি। সেগুলোর শিরোনাম হলো- ঘেরাও, মাইলস্টোন, ব্যাং ব্যাং, আমি আসছি, আকাশ তারা, সালফার সতী ও এই তো আছি আমি।

অ্যালবামের  সব গানের কথা, সুর ও সংগীত করেছেন ব্যান্ডের ভোকাল সাকি ব্যানার্জী। ব্যান্ডের লাইন আপ- সাকী ব্যানার্জী (ভোকাল), ভাস্কর সেন (ভায়োলিন), অনুপম পাইং (গিটার) ও রাজস্বী (গিটার)।

প্রসঙ্গত, একই দিনে জি-সিরিজ থেকে প্রকাশ হয়েছে এহসান রাহীর একক অ্যালবাম ‘এখানে দুজনে’। অ্যালবামটিতে রয়েছে মোট ৮টি গান। অ্যালবামে ৭টি গানের কথা লিখেছেন স্যামুয়েল হক। সবগুলো গানের সুর ও একটি গান লিখেছেন ফয়সাল আহমেদ। অ্যালবামের সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।