পাঁচ মাস পর কনার ভালোবাসার গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ১৯ আগস্ট ২০২০

করোনার শুরু থেকে পুরো ঘরবন্দি সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনা। দীর্ঘ পাঁচ মাস তিনি বাসা থেকে বের হননি বলে জানান। এই সময়ে ঘরে থেকেই দু’একটি সচেতনতামূলক গানে কণ্ঠ দিয়েছেন।

তবে দীর্ঘ বিরতি কাটিয়ে আবারো নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি। গতকাল ‘ভালোবাসার গান’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন তিনি।

বিজ্ঞাপন

এন আই বুলবুলের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেন শান। একইসঙ্গে কনার সঙ্গে গানটিতে দ্বৈত কণ্ঠও দিয়েছেন শান।

kona

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নতুন করে কাজে ফেরা প্রসঙ্গে কনা বলেন, ‘অনেকদিন পর আবার সেই গানে ফেরা। গতকাল ছিলো আমার কাছে সত্যি অন্যরকম। বাসায় থেকে থেকে ক্লান্ত হয়ে পড়েছি। শুধু কাজে ফেরার অপেক্ষায় ছিলাম। দিন গুনেছি কখন কাজে ফিরতে পারবো তার জন্য। অবশেষে দীর্ঘ সময় পর স্টুডিওতে গানে কণ্ঠ দিয়ে বেশ ভালো লাগছে।’

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

নতুন গান প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি মূলত একটি নাটকের গান। দারুণ রোমান্টিক কিছু কথা ও সুরে এটি করা হয়েছে। প্রথমবারের মতো শানের সঙ্গে নাটেকর জন্য গান করেছি। আশা করছি শ্রোতারা পছন্দ করবেন।’

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।