উন্মুক্তের এসএসসি পরীক্ষায় জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা


প্রকাশিত: ১১:২৩ এএম, ২৯ অক্টোবর ২০১৫

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের এস.এস.সি পরীক্ষা চলাকালীন সময় রাজধানীস্থ সকল সেন্টারের ২শ` গজের ভেতরে জনসাধারণের প্রবেশ নিশিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। পরীক্ষাটি আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হবে।
 
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো: আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
 
প্রেস বার্তায় বলা হয়, যেহেতু পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু আমি মো. আছাদুজ্জামান মিয়া পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ (দুইশত) গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করছি।
 
এই আদেশ আগামী ৩০ নভেম্বর থেকে পরবর্তীতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।

জেইউ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।