করোনায় আক্রান্ত রামেন্দু-ফেরদৌসী মজুমদার দম্পতি
অডিও শুনুন
করোনায় আক্রান্ত হয়েছেন নাট্যজন রামেন্দু মজুমদার ও তার স্ত্রী অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। বর্তমানে তারা নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন।
রামেন্দু মজুমদার নিজেই গণমাধ্যমকে স্ত্রীসহ করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৪ জুলাই ফেরদৌসী মজুমদার জ্বরে আক্রান্ত হন। তার মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে ১৮ জুলাই টেস্ট করা হয়৷ সেখানে রেজাল্ট কোভিড ১৯ পজিটিভ আসে। তখন থেকেই তিনি আইসোলেশনে ছিলেন।
রামেন্দু বলেন, 'ফেরদৌসীর করোনা ধরা পড়ার এক সপ্তাহ পর আমারও জ্বর অনুভব হয়। তখন আমিও টেস্ট করাই। আমারও পজিটিভ রেজাল্ট আসে।'
'তবে সবার প্রার্থনা ও চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত আমরা দুজনই সুস্থ আছি৷ সবাই দুশ্চিন্তা করবে বলে কাউকে তখন জানাইনি'- যোগ করেন রামেন্দু।
তবে করোনার উপসর্গ এখনো পুরোপুরি দূর হয়নি। দুতিন দিনের মধ্যে আবারও টেস্ট করাবেন এ দম্পতি।
কয়েক দশক ধরে এদেশের অভিনয়ে জনপ্রিয় নাম রামেন্দু ও ফেরদৌসী মজুমদার।
মঞ্চের পাশাপাশি টেলিভিশন ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই দম্পতি।
শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার রামেন্দুকে ২০০৯ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।
ফেরদৌসী মজুমদারও পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।
এলএ/পিআর