বরিশাল মেডিকেল কলেজ বন্ধ হচ্ছে না
ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিলো। তবে বরিশাল সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজের মধ্যস্থতায় এ ঘোষণা তুলে নেয়া হয়।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ভাস্কর সাহার সঙ্গে ছাত্রলীগের উভয় পক্ষের সঙ্গে আলোচনা হয়। তারা আর কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না এই শর্তে বন্ধের ঘোষণা তুলে নেয়া হয়। শের-ই-বাংলা মেডিকেল কলেজের ক্লাসসহ স্বাভাবিক কাজ-কর্ম চলবে।
এর আগে, গত ১৯ অক্টোবর শের-ই-বাংলা মেডিকেল কলেজে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এতে আল ইমরানকে সভাপতি ও মো. তুহিনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কমিটি করা হয়। তবে সভাপতি প্রার্থী অনুপ সরকারের অনুসারীরা কমিটি ঘোষণার প্রতিবাদ জানিয়ে আসছিলেন। যার ধারাবাহিকতায় বুধবার দুপুর ২টার দিকে উভয় পক্ষ ক্যাম্পাসে মিছিল বের করলে হাতাহাতি হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আবাসিক শিক্ষার্থীদের বুধবার সন্ধ্যার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছিলো। বুধবার দুপুর ৩টার দিকে এই ঘোষণা দিয়েছিলো কলেজ কর্তৃপক্ষ।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ভাস্কর সাহা জাগো নিউজকে জানান, ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিলো। এখন আলোচনা সাপেক্ষে তা তুলে নেয়া হয়।
সাইফ আমীন/এমজেড/আরআইপি