ঐশীর মেঘের বাড়ি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ২৭ জুলাই ২০২০

একটি মুঠোফোন সেবাদানকারি প্রতিষ্ঠান আয়োজিত প্রতিভা অন্বেষণ কর্মসূচির মাধ্যমে গানে নাম লেখান ঐশী। প্রথম অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস’ প্রকাশ হওয়ার পরই আলোচনায় এসেছিলেন এই কণ্ঠশিল্পী। এরপর দ্বৈত কয়েকটি গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের কাছে পৌঁছান। গান করেছেন তিনি সিনেমার জন্যও।

বছরজুড়েই ডাক্তারী পড়ার ফাঁকে স্টেজ শোতে অংশ নেন। তবে করোনার জন্য স্টেজ শো নেই এখন। তাই বেশ লম্বা সময় ঘরে বন্দী হয়ে কাটিয়েছেন। বিশ্রামের মেজাজেই চলেছে গানের চর্চা।

সবকিছুই যখন স্বাভাবিক হয়ে উঠছে তখন চাঙা হচ্ছে গানের আঙ্গিনাও। প্রতিদিনই প্রায় শিল্পীরা নতুন নতুন গানে কণ্ঠ দিচ্ছেন। ঈদের জন্য নতুন একটি গানে কণ্ঠ দিলেন ঐশীও। গানের নাম ‘মেঘের বাড়ি’। অমিত করের সুর ও সংগীতে গানটি লিখেছেন এন আই বুলবুল। গানটি প্রকাশ করবে প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ।

ঈদে গানটি নিয়ে বেশ আশাবাদী ঐশী। তার ভাষ্য, ‘অমিত করের সাথে আগেও বেশ কয়েকটি গান করেছি। সবকটি গানের জন্য শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। আশা করছি এই গানটিও সবার ভালো লাগবে।’

প্রসঙ্গত, এর আগে অমিত করের সুর ও সংগীতে ঐশী গেয়েছেন ‘পিরিতের রাধা’, ‘পাপী’, ও ‘সত্যি করে বল’ শিরোনামের গানগুলো।

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।