ঈদে আসছে কিশোর পলাশের নতুন গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪০ পিএম, ২৭ জুলাই ২০২০

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে কিশোর পলাশের নতুন গান। এ গানের শিরোনাম ‘কেউ বলে পাগলা’। এটি লিখেছেন এবং সুর করেছেন আশরাফ আলী। সংগীত আয়োজন করেছেন নমন। মিউজিক ভিডিওসহ নতুন এ গানটি প্রকাশ করছে জি সিরিজ। নাজমুস সাদাত নাজিম পরিচালিত এ ভিডিওতে মডেল হয়েছেন কিশোর পলাশ নিজেই।

শিল্পী জাগো নিউজকে জানান, গানটি মিউজিক ভিডিওসহ আগামী ২৮ জুলাই প্রকাশ পাবে জি সিরিজ-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। গানটি অবমুক্তির পর একইভাবে শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

কিশোর পলাশ বলেন, ‘বর্তমান সময়টা খুব কঠিন যাচ্ছে। শিল্পী, গীতিকার, সুরকার সবাই লড়ছেন অধিকার আদায়ের বিষয় নিয়ে। একটা বড় অংশ ব্যস্ত আছে কভার সং নিয়ে। অথচ তারুণ্যের প্রতিনিধিত্ব করার জন্য আমাদের মতো যারা আছে তাদের উচিত মৌলিক গানে ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করা। সেই জায়গা থেকে আমি মৌলিক গান তৈরিতে ব্যস্ত থাকি। আমি তার সফলতাও পেয়েছি শতভাগ। যা নিজের তা নিজেরই।
শিল্পচর্চায় মৌলিকত্বের কোনো বিকল্প নেই।’

এই গায়ক আরও বলেন, ‘ঈদ আয়োজনকে ঘিরে বেশ কিছু গান করে রেখেছিলাম। তার ভিড়ে ‘কেউ বলে পাগলা’ গানটি নিয়ে আমার অনেক প্রত্যাশা। যত্ন নিয়ে এই গানটি তৈরি করা হয়েছে। শ্রোতাদের ভালো লাগলেই আমি তৃপ্তি পাবো।’

আসছে ঈদে আরও কিছু গান প্রকাশ হবে কিশোর পলাশের কণ্ঠে। তারমধ্যে নিজের অফিসিয়াল ইউটিউব থেকে প্রকাশ পাবে ‘তুমি এমন কইরা পাগলে বলোরে’ ও ‘আমারে ডুবাও’ শিরোনামের দুটি গান। ‘তুমি এমন কইরা পাগল বলোরে’ গানটি লিখেছেন ও সুর করেছেন মাজহারুল ইসলাম জীবন এবং সংগীত আয়োজন করেছেন সুমন কল্যাণ।

‘আমারে ডুবাও’ শিরোনামের গান লিখেছেন শেখ সাইফুল্লাহ রুমীর ও সুর, সংগীতে করেছেন এ এইচ জীবন।

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।