আত্মসমর্পণে আরো ৮ সপ্তাহ সময় চান ফখরুল


প্রকাশিত: ১১:২২ এএম, ২৮ অক্টোবর ২০১৫

নাশকতার তিন মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণের জন্য সুপ্রিমকোর্টে আরো আট সপ্তাহ সময় চেয়ে আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তিনি এ মর্মে আবেদন করেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।
 
অ্যাডভোকেট সগীর হোসেন লিওন বলেন, মির্জা ফখরুল অসুস্থ, তিনি এখনো সুস্থ হননি। এ জন্য আদালতের কাছে তিনি আট সপ্তাহ  সময় চেয়েছেন। আগামী ২ নভেম্বর এ আবেদনর ওপর শুনানি হবে বলে জানান তিনি।
 
রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে করা এ তিন মামলায় ১৩ জুলাই আপিল বিভাগ ফখরুলের অসুস্থতার কারণ বিবেচনায় নিয়ে এ মামলাগুলোতে ফখরুলকে ছয় সপ্তাহের জামিন দেন। চিকিৎসার জন্য বিদেশে থাকায় আরো দুই দফা সময় নেন তিনি। আত্মসমর্পণের জন্য সর্বশেষ সময়  ২ নভেম্বর পর্যন্ত।

এফইউ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।