হর্ষ গানের জন্য পুরস্কার পেলেন সাব্বির নাসির

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫০ পিএম, ২৬ জুলাই ২০২০

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি আনুষ্ঠানিকভাবে শনিবার সন্ধ্যায় ঘোষণা করা হয়েছে। এবার ছিল ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডের ১৯তম আসর। সেখানে সেরা প্রতিশ্রুতিশীল তারকা (পুরুষ) ক্যাটাগরিতে ‘হর্ষ’ গানটির জন্য পুরস্কৃত হলেন সংগীতশিল্পী সাব্বির নাসির।

করোনা মহামারির কারণে এবার অনলাইনেই অনুষ্ঠিত হয়েছে সিজেএফবির পুরস্কার প্রদানের আয়োজনটি। ঘোষণার সময় সিজেএফবি কমিটির সদস্যরা ছাড়াও ছিলেন স্বনামধন্য বাংলাদেশী সঙ্গীত পরিচালক ও সুরকার শেখ সাদী খান, নাট্যব্যক্তিত্ব ম. হামিদ ও বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

সেখানে ‘হর্ষ’ গানটি সকলের মন জয় করে পুরস্কারটি জিতে নিয়েছে। এ গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সাব্বির নাসির। গানটি লিখেছেন রাজিব হাসান। এ গানটিতে পিয়ানো ট্র্যাক বাজিয়েছেন স্বনামধন্য রোমেল আলী। সুর-সংগীতায়োজন করেছেন মুনতাসীর তুষার। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন সাব্বির নাসির।

পুরস্কার পাওয়ার অনুভূতি প্রসঙ্গে জানাতে গিয়ে সাব্বির নাসির বলেন, ‘সিজেএফবি অ্যাওয়ার্ড-১৯-এ সেরা প্রতিশ্রুতিশীল তারকা হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে। তবে নিজেকে আমি শিল্পী মনে করি, তারকা নয়। শিল্প সাধনাই মূলত আমাকে প্রভাবিত করে। তার ভিড়ে কোনো পুরস্কার বা স্বীকৃতি পেলে তা আনন্দ দেয়, অনুপ্রেরণা যোগায়।’

প্রসঙ্গত, ‘হর্ষ’ গানের মিউজিক ভিডিওটি নির্মাণ করেন স্বনামধন্য পরিচালক অমিতাভ রেজা চৌধুরী।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।