ঈদের আগের রাতে দর্শক মাতাবে ‘জলের গান’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২৫ জুলাই ২০২০

নিজেদের স্বকীয়তার জন্য তুমুল জনপ্রিয়তা পেয়েছে গানের দল ‘জলের গান’। মঞ্চে নতুন নতুন বাদ্যযন্ত্র, গানের ভিন্ন সুর আর কথার জাদুতে দর্শকদের মাতিয়ে রাখে তারা। তাই জলের গানের গান শুনতে মুখিয়ে থাকেন দর্শক-শ্রোতারা।

নতুন খবর হলো আগামী ১ আগস্ট ঈদুল আজহা। আর ঈদের আগের রাতেই দেশবাসীকে গান শোনাতে আসছে দলটি। ৩১ জুলাই রাত সাড়ে ১০টায় দীপ্ত টিভিতে সরাসরি গান শুনাতে আসছে ‘জলের গান’।

জানা গেছে, অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে শিল্পীরা আড্ডা দেবেন দর্শকদের সঙ্গে। শোনাবেন সবার পছন্দের গান। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন সাইফুর রহমান সুজন ও মাসুদ মিয়া।

‘অতল জলের গান’, ‘পাতালপুরের গান’ ও ‘নয়ন জলের গান’ শুনেছেন অনেকেই। গানের দল জলের গানের এই তিনটি অ্যালবামের বেশিরভাগ গানই মুখস্ত ভক্তদের। কোনো মঞ্চে গান ধরলে দর্শকেরা প্রায় পুরো গানই গেয়ে ফেলেন শিল্পীদের সঙ্গে।

করোনায় মুক্ত মঞ্চে অনেক দিন গান গায়নি ‘জলের গান’। এই করোনাকালেই এবার টেলিভিশন চ্যানেলে গান শোনাতে আসছে তারা।

এমএবি/এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।