জি-সিরিজ থেকে আসছে ভারতবর্ষের অ্যালবাম
জনপ্রিয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে প্রকাশিত হতে যাচ্ছে কলকাতার ব্যান্ড ‘ভারতবর্ষ’ প্রথম অ্যালবাম। ব্যান্ডটি তাদের অ্যালবামেরও নামকরণ করেছে ‘ভারতবর্ষ’।
জি সিরিজ ও অগ্নিবীণা প্রোডাকশন্সের স্বত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া জাগো নিউজকে জানালেন, ‘আমাদের ব্যান্ড সংগীতের সোনালি দিনগুলোতে বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও প্রচুর শ্রোতা ছিলো সোলস, মাইলস, নগর বাউল, এলআরবির। মূলত এসব ব্যান্ডগুলো আদল আর আদর্শেই ওপারে ব্যান্ড সংগীতের চর্চা। তাই ওখানে যারা নতুন প্রজন্মের ব্যান্ড গান করছেন সবার প্রেরণাতেই রয়েছেন আমাদের আজম খান, নকীব খান, শাফিন আহমেদ, জেমস, পার্থ ও আইয়ূব বাচ্চুরা। সে ভাবনা থেকেই ভারতবর্ষ দলটি আগ্রহ প্রকাশ করেছে তাদের প্রিয় তারকাদের দেশে অ্যালবাম প্রকাশ করার। পাশাপাশি এদেশে বরাবরই কলকাতার শিল্পীদের একটি গ্রহেণযোগ্যতা রয়েছে। তাই আমরাও এই প্রতিশ্রুতিশীল কিছু গান পাগলদের অ্যালবামটি শ্রোতাদের মাঝে নিয়ে আসতে চাই। ভিন্ন স্বাদের গান রয়েছে এখানে। আমার মনে হয় ভালো লাগবে সবার।’
তিনি আরো জানালেন, রাজধানীর বেইলি রোডস্থ রেঁস্তোরা ক্যাফে থার্টি থ্রি-তে শিগগিরই ভারতবর্ষ অ্যালবামের মোড়ক উন্মোচনের করা হবে। এতে উপস্থিত থাকবেন প্রিন্স মাহমুদ, শাহেদ, রাশেদ উদ্দিন তপু, ব্ল্যাক ব্যান্ডে ড্রামার টনি, এফএ সুমন, ও আরো অনেকেই।
এলএ/এমএস