নাট‌কে ফির‌লো বড় প‌রিবা‌র

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৬ পিএম, ২৩ জুলাই ২০২০

এখনকার একক নাটকগু‌লো নির্মাণ হয় খুব ছোট প‌রিস‌রে। হা‌তে গোনা ক‌য়েকটা চ‌রি‌ত্রের গল্প সা‌জি‌য়ে কোন রক‌মে ৩৫ থে‌কে ৪০ মি‌নিট অ‌তিক্রম কর‌তে পার‌লেই নাটক হ‌য়ে যা‌চ্ছে আজকাল।

নাট‌ক থে‌কে বাবা ও মা‌সহ প‌রিবা‌রের অন‌্যান‌্য সি‌নিয়র সদস‌্যদের চ‌রিত্রগু‌লো হা‌রি‌য়ে যে‌তে ব‌সে‌ছে।

নাট‌কের এমন সংকট কা‌লে বড় প‌রিবা‌রের গল্প নিয়ে ঈ‌দের নাটক নির্মাণ কর‌লেন হাসান রেজাউল। নাটক‌টির নাম `হয়তো তোমারি জন্য`। এতে অ‌ভিনয় ক‌রে‌ছেন ঝাঁক অভিনয়শিল্পী।

নাটকটির গল্প ও চিত্রনাট্য করেছেন জাফরীন সাদিয়া ও পরিচালনা করেছেন হাসান রেজাউল। সংগীত আয়োজনে আছেন নির্ঝর হাবিব ও নাসিফ অনি। এক বড় প‌রিবারের দেখ‌া মিল‌বে এ নাট‌কে।

এ‌তে অ‌ভিনয় ক‌রে‌ছেন মনজ প্রামা‌ণিক, পা‌য়েল, দিলারা জামান, খালেকুজ্জামান, মুনিরা মিঠু, শাহেদ আলী, সাজ্জাদ রেজা, মৌ শিখা, ফাহমি ও অনেকে।

নাটক‌টি নি‌য়ে পরিচালক হাসান রেজাউল বলেন, `নাটকে দর্শক একটি পরিবার দেখতে পাবেন, যেখানে একজন দাদি আছেন, চাচা, চাচী, ফুপু ফুপা, বড় বৌ, ছোট বৌ, বাড়ির জামাই, নাতি নাতনি সবার মাঝে একটা যোগসূত্র ও সময়ের সাথে সবার মাঝে স্বার্থের একটা টানাপোড়েন দেখতে পাবেন। এসব এর মাঝে একটা মিষ্টি প্রেমের গড়ে উঠার সম্পর্কও পাবে।

গ্রামের মনোরম পরিবেশে দর্শক দেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন। ঘরে বন্দি অবস্থায় দর্শক এবার ঈদ এ পারিবারিক গল্প পাবেন যা সবাইকে কে নিয়ে উপভোগ করার মতো। ঈদ এর নাটক এমনি হওয়া উচিত আমি মনে করি।`

নাটক‌টি প্রসঙ্গে প্রযোজক ও লেখক সাদিয়া জাফরীন বলেন, পরিবারের প্রতিটি সদস্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ ! আমাদের গল্পে তারাই আজ হারিয়ে যাচ্ছেন। প্রেম, ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধা, দায়িত্ববোধ এসব নিয়েই আমাদের ঈদ এর আয়োজন। আশা করি এবার ঈদে একটু ভিন্নতা দিতে পারবে নাটক `হয়তো তোমারই জন্য`। শহর থেকে দূরে কোথাও এবার হারিয়ে যাবে দর্শক গল্পের সাথে।

প্রযোজক সংস্থা সূ‌ত্রে জানা গে‌ছে, আসন্ন ঈদ কে সামনে রেখে নাটকটি নির্মাণ কাজ চলছে। নাটকটি যেকোনো একটি টিভি চ্যানেল ও জাফরীন ষ্টুডিও ইউটিউবে চ্যানেল এ প্রকাশিত হবে।

এমএ‌বি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।