১৩ বছর পরে জুটি বাঁধলেন আমান ও নোভা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২২ জুলাই ২০২০

মডেল ও চিত্রনায়ক আমান রেজা। এক যুগের বেশি সময়ের ক্যারিয়ারে বহু সিনেমা, বিজ্ঞাপন, নাটক-টেলিফিল্মে অভিনয় করেছেন। তবে করোনার কারণে তিন মাস বাসায় বন্দি ছিলেন। ইউনিটে কাজ করেননি অনেকদিন শুটিংয়ে নিষেধাজ্ঞা থাকার কারণে।

অবশেষে সীমিত আকারে নিয়ম মেনে গত মাসের প্রথম সপ্তাহ থেকে আবারো শুটিং শুরু করেছেন।
এরইমধ্যে গত মাসে দুইটা নাটক এবং একটি টিভিসির কাজ শেষ করেছেন। এরপর টানা কাজ করেছেন মাঝে দু একদিন গ্যাপ দিয়ে।

সম্প্রতি তিনি আবারো বিজ্ঞাপনে কাজ করলেন। ২০ জুলাই দীপ্ত টিভির স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। এটি নির্মাণ করেন রনি ভৌমিক। ‘নেরোলাক’-পেইন্টের বিজ্ঞাপনটি খুব তাড়াতাড়ি অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন নির্মাতা।

বিজ্ঞাপনটিতে আমান রেজার বিপরীতে ছিলেন নোভা ফিরোজ। এই বিজ্ঞপনের মধ্যে দিয়ে প্রায় ১৩ বছর পর একসঙ্গে আবারো ক্যামেরার সামনে দাঁড়ালেন আমান-নোভা। বিষয়টি দুজনই বেশ উপভোগ করলেন।

আমান জাগো নিউজকে বলেন, ‘১৩ বছর আগে প্রদীপ ভট্টাচার্য্যের ‘লুক এট মি’ নামে একটি টিভি অনুষ্ঠানে আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই। নোভা ছিলেন সঙ্গে। আবার ১৩ বছর পর দুজনে একসঙ্গে কাজ করলাম। তখনকার সময়টা চোখে ভেসে উঠলো। অনেক স্মৃতিচারণ করলাম দুজনে। বেশ মজা করে নতুন কাজটি করেছি।’

নোভা বলেন, ‘রনি ভৌমিকের নির্দেশনায় ‘নেরোলাক’ পেইন্টের বিজ্ঞাপনে আমি ও আমান কাজ করলাম। দারুন ভালো লাগলো এই কাজটি করতে গিয়ে। নস্টালজিক ছিলাম দুজনেই। আশা করছি সামনে আরো কাজ হবে। আর নতুন বিজ্ঞাপনটির ব্যাপারে বলবো এর সেট, আইডিয়া বেশ চমৎকার। পছন্দ হবে দর্শকের।’

এদিকে আমান জানান, চলতি বছরে প্রায় ৮ টির মতো বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।