১৫ আগস্ট নিয়ে সিনেমায় তৌকীর-নাবিলা ও সেলিম
বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট। এই দিনে দেশের মানুষ হারিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই দিন থেকে ১৫ আগস্ট এদেশের জাতীয় শোক দিবস।
সেই ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘১৯৭৫ অ্যান আনটোল্ড স্টোরি’। এই চলচ্চিত্রটির বিষয়ে অনেকেরই জানা। তবে অজানা ছিল চলচ্চিত্রটির কলাকুশলীদের নাম।
অবশেষ জানা গেল, এই চলচ্চিত্রে জাতীয় চার নেতার একনেতা হিসেবে অভিনয় করছেন তৌকীর আহমেদ। খন্দকার মোশতাকের চরিত্রে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম। বিশেষে চমক হলো এখানে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের মনোনীত সাবেক সংসদ সদস্য বেবী মওদুদের চরিত্রে অভিনয় করছেন ‘আয়নাবাজি’-খ্যাত তারকা মাসুমা রহমান নাবিলা।
ছবিটি নিয়ে গতকাল (২০ জুলাই) ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন নাবিলা। পরে ছবিটি নিয়ে বিস্তারিত বলেন প্রযোজক সেলিম খান।
শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ‘ছবিটি পরিচালনা করছে শামীম আহমেদ রনি। আমি নিজেও উপদেষ্টা পরিচালক হিসেবে আছি। গত ১০ জুলাই থেকে আমরা ছবিটির শুটিং শুরু করেছি। এ দিবসটি খুবই স্পর্শকাতর বিষয়। তাই চাইছিলাম, সেন্সর পাওয়ার পর সবাইকে জানাতে।’
জানা গেছে, এরই মধ্যে ইমন সাহার সুর-সংগীতে ছবির একটি গানও তৈরি হয়েছে। এ গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার।
এমএবি/এলএ/জেআইএম