গুরুতর অবস্থায় হাসপাতালে কণ্ঠশিল্পী নির্মলা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২০ জুলাই ২০২০

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলকাতার বর্ষীয়ান কণ্ঠশিল্পী নির্মলা মিশ্র। অনেক দিন থেকেই ‍ফুসফুসের সমস্যায় ভুগছেন তিনি। রোববার হঠাৎ করেই বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি ভারতীয় এক গণমাধ্যমকে নিশ্চিত করেন এই শিল্পীর স্বামী।

নির্মলা মিশ্রের স্বামী প্রদীপ দাশগুপ্ত জানান, রোববার রাতে নির্মলা মিশ্র খুব অসুস্থ হয়ে পড়েন। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি। বেশি অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

২০১৮ সালে ফুসফুসে পানি জমায় নির্মলা মিশ্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন দীর্ঘ সময় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি।

৫০ বছরেরও বেশি সময় নির্মলা গান গেয়ে দর্শকদের মন জয় করে আসছেন। গত শতকের ষাট ও সত্তর দশকে বাংলা গানের অন্যতম জনপ্রিয় গায়িকা নির্মলা মিশ্র। ‘শ্রী লোকনাথ’ সিনেমার মাধ্যমে প্লেব্যাকে অভিষেক ঘটে তার। এরপর ‘স্ত্রী’, ‘অভিনেত্রী’, ও ‘অনুতাপ’র মতো সিনেমায় গান গেয়েছেন তিনি।

তার গাওয়া কালজয়ী গানের মধ্যে রয়েছে ‘ও তোতা পাখি রে’ ও ‘এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না’।

এমএবি/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।