না. গঞ্জে স্ত্রীর গায়ে অ্যাসিড নিক্ষেপ, স্বামী আটক


প্রকাশিত: ১১:৩০ এএম, ২৭ অক্টোবর ২০১৫
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে অ্যাসিড মেরে পালিয়ে যাওয়ার সময় নিরঞ্জন বর্মণকে (৩৮) আটক করে পুলিশে দিয়েছে জনতা। অ্যাসিডে ঝলসে যাওয়া মনি বর্মণকে (৩৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বন্দর উপজেলার আমিন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, চাঁদপুর জেলার মতলব থানার ষাটনল বাজার এলাকার নিত্তনন্দন বর্মণের ছেলে নিরঞ্জন বর্মণের সঙ্গে ১৪ বছর আগে নরসিংদী জেলার রায়পুর থানার নরেন্দ্র বর্মণের মেয়ে মনি বর্মণের বিয়ে হয়। তাদের সংসারে ২টি সন্তান রয়েছে। তারা স্বামী-স্ত্রী নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকার ঋষিপাড়া হাকিম মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

তাদের মধ্যে দীর্ঘদিন যাবত পারিবারিক বিরোধ চলে আসছিল। ঘটনার দিন মনি বর্মণ বন্দরের আমিন আবাসিক এলাকায় সমিতির চাঁদা আদায় করতে আসলে নিরঞ্জন বর্মণ পিছু নেয়। পরে সুযোগ বুঝে মনি বর্মণের গায়ে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, অ্যাসিড নিক্ষেপকারীকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

শাহাদাৎ হোসেন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।