মুক্তিযুদ্ধের সিনেমায় কলকাতার নায়িকা ঋত্বিকা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০২ পিএম, ১৮ জুলাই ২০২০

বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্পের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার আলোচিত অভিনেত্রী ঋত্বিকা সেন। সম্প্রতি এ ছবিতে অভিনয়ের জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। এ তথ্য শনিবার (১৮ জুলাই) জাগো নিউজকে নিশ্চিত করেছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

‘একাত্তরের ইতিহাস’ নামের ছবিটির কাহিনি ও সংলাপ লিখেছেন মো. সেলিম খান। ছবিটির চিত্রনাট্য লিখবেন ও পরিচালনা করবেন শামীম আহমেদ রনি। ছবিটি প্রযোজনা করবে কাজী মিজানের প্রতিষ্ঠান বিলডেক্স ইন্টারন্যাশনাল।

ছবিটি নিয়ে সেলিম খান বলেন, ‘১৯৭১ সালে অনেক কিশোররাও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। সেই কিশোর মুক্তিযোদ্ধাদের কথা ফুটে উঠবে এই সিনেমায়। ‘একাত্তরের ইতিহাস’ ছবিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নির্যাতিত কিশোরীর চরিত্রে অভিনয় করবেন ঋত্বিকা।’

তিনি আরও জানান, এই ছবিতে ঋত্বিকার নায়ক থাকবেন শান্ত খান। তাকে দেখা যাবে এক কিশোর মুক্তিযোদ্ধার চরিত্রে।

ছবিটিতে আরও অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, সাদেক বাচ্চু, মৌ খান প্রমুখ। মিশা সওদাগর বয়কট না হলে তাকেও এই সিনেমায় রাখার ইচ্ছে ছিলো বলে জানান সেলিম খান। ঈদের পরেই সিনেমাটির শুটিং শুরু হবে।

এমএবি/এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।