অনুদানের 'মুখোশ' সিনেমায় পরীমনি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১৭ জুলাই ২০২০

‘মুখোশ’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ছোটপর্দার নির্মাতা ইফতেখার শুভ। এ ছবিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। পরিচালক শুভ ১৭ জুলাই জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুভ জানান, তার প্রথম সিনেমা হতে যাচ্ছে ‘মুখোশ’। ২০১৯-২০ অর্থ বছরে তিনি ‘লেখক’ শিরোনামের একটি সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছেন। তবে ‘লেখক’ নাম পরিবর্তন করে ‘মুখোশ’ রেখে তিনি এই সিনেমার নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছেন।

তিনি বলেন, 'করোনার এই দুঃসময় শেষ হলে নভেম্বর বা ডিসেম্বরের দিকে সিনেমাটির শুটিং শুরু করবো। সেই পরিকল্পনাই করেছি। সম্প্রতি নায়িকা হিসেবে পরীমনিকে চূড়ান্ত করা হয়েছে। বাকি শিল্পীদের নামও কিছুদিনের ভেতর চুড়ান্ত করা হবে।'

সিনেমাটি নিয়ে পরীমনি বলেন, ‘নির্মাতা ইফতেখার শুভর কাছ থেকে ছবির গল্প শুনে দারুণ ভালো লেগেছে। তাই একবাক্যে রাজি হয়েছি কাজটি করতে। সরকারি অনুদানের ছবি এটি। আশা করি ভালো কিছুই হবে।’

‘মুখোশ’ সিনেমা পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন ইফতেখার শুভ।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।