এবার ওয়েব সিরিজে শরিফুল রাজ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৩ পিএম, ১৬ জুলাই ২০২০

এ প্রজন্মের অভিনেতাদের মধ্যে স্টাইল, অভিনয়ের নিজস্বতা দিয়ে সবার নজর কেড়েছেন শরীফুল রাজ। মডেল হিসেবে যাত্রা করলেও বর্তমানে তিনি পুরোদস্তুর অভিনেতা। কাজ করে চলেছেন একের পর এক সিনেমায়। এরইমধ্যে ‘আইসক্রিম’, ‘ন ডরাই’ দিয়ে আলোচনায় এসেছেন।

শরিফুল রাজ কাজ করেছেন ‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমাতেও। মুক্তির অপেক্ষায় আছে সিনেমা দুইটি। এরই মাঝে জানা গেলো, শরিফুল রাজের নতুন খবর।

অ্যাকশান-থ্রিলার ভিত্তিক ‘ইনফিনিটি’ শিরোনামের একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন রাজ। এটি দিয়ে প্রথমবারের মতো তিনি ওয়েব সিরিজে অভিনয় করলেন। ৭ পর্বের এই ওয়েব সিরিজটিতে শরিফুল রাজকে দেখা যাবে পুলিশের বিশেষ বাহিনীর একজন এজেন্ট হিসাবে। সিরিজটি পরিচালনা করেছেন মেহেদি হাসিব।

এ নিয়ে তিনি বলেন, ‘গল্পটিই চমৎকার। স্ক্রিপ্ট পড়েই আমি কাজটি করতে আগ্রহী হয়েছি। অ্যাকশান আছে, থ্রিলার আছে। এ ধরনের ওয়েব সিরিজ বাংলাদেশে নতুন। এখানে অত্যাধুনিক ভিএফএক্সের ব্যবহারও হয়েছে। এছাড়া গল্পের প্রয়োজনে সিরিজে নতুন এমন কিছু ব্যাবহার করা হয়েছে যা বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে দেবে।’

ওয়েব সিরিজটির পরিচালক মেহেদি হাসিব জানিয়েছেন, ‘গল্পের প্রয়োজনে ও চিত্রনাট্য বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে বানাতে হয়েছিলো ৫টি ভিন্ন ভিন্ন ব্যতিক্রমধর্মী সেট আর একটি বিশাল ক্রোমা সেট। বাজেট ও পরিপার্শ্বিকতার সমন্বয় ঘটাতে ১৭টি ভিন্ন ভিন্ন জোনে ৭ পর্বের ‘ইনিফিনিটি’র শুটিং শেষ করতে হয়েছিলো মাত্র ৭ দিনেই। যার মধ্যে বেশ কয়েকদিন একটানা ২০ থেকে ২২ ঘণ্টা শুটিং করতে হয়েছে।’

‘ইনফিনিটি’ ওয়েব সিরিজে শরিফুল রাজ ছাড়া আরও অভিনয় করেছেন মুমতাহিনা টয়া, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া, মাসুম বাশারসহ অনেকেই।

মোশান রক এন্টারটেইনমেন্টের সার্বিক তত্ত্বাবধানে ও ডট থ্রি প্রোডাকশানের ব্যানের নির্মিত এই সিরিজটি ঈদের আগেই একটি জনপ্রিয় অনলাইন প্লাটফর্মে মুক্তি পাবে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।